Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
কবিদের মৃত্যু হয়না
✍️অমৃতা মুখার্জী
২৬/০৪/২০২৩
আমি তোমাতে আমার স্বপ্ন বাঁধিনি সুতোর প্যাঁচে,তোমার বক্ষজঙ্গল আমার নখের নাগালের বাইরে;
ঝড়ের দাপটে নুয়ে পড়েছে মহিরূহ,সেদিনের দাবানলও যাকে পোড়াতে পারেনি।অক্ষত বৃক্ষ-চারা…

 


সৃষ্টি সাহিত্য যাপন


কবিদের মৃত্যু হয়না


✍️অমৃতা মুখার্জী


২৬/০৪/২০২৩


আমি তোমাতে আমার স্বপ্ন বাঁধিনি সুতোর প্যাঁচে,

তোমার বক্ষজঙ্গল আমার নখের নাগালের বাইরে;


ঝড়ের দাপটে নুয়ে পড়েছে মহিরূহ,

সেদিনের দাবানলও যাকে পোড়াতে পারেনি।

অক্ষত বৃক্ষ-চারা আমার আঙ্গুল ছুঁয়েছে;


আমি তোমার প্রেমে পড়িনি,

 পড়বো পড়বো করেও পড়িনি।

 অক্ষরেখা ধরে যে তাপ, সে তাপ

আমার বুকের পায়রার ডানা পুড়িয়েছে,

আমি মরিনি!


 মস্তিষ্ক সজাগ হয়ে উঠেছে,

 শিরা- উপশিরা বেয়ে উষ্ণ রক্তক্ষরণ,

ধাপে ধাপে পৌঁছে গেছে হৃদপিন্ডে!


আমরা যারা কবিতার নাভিতে ভাত মেখে খাই --

তাদের প্রেম, বিরহ-দহনে জ্বলেও

জীবন খুঁজে নেয় কাব্যের নাব্যতায়, 

দ্রবীভূত হয় প্রেমের লাল লিটমাস, বিষাক্ত নীলে!

চোখের জলকে করেছি শক্ত শীতল বরফ;

না.... আমি মরিনি। মরবোনা। কবিদের মৃত্যু হয়না।