সৃষ্টি সাহিত্য যাপনজীবন সাথীপারমিতা সাহা18. O4 . 2023
এতো বছর কাটিয়ে দিলাম যার হাতটি ধরেসে যদি আজ প্রশ্ন করে ভালোবাসো মোরে?উত্তরটা কি যে দেবো ভাবনা মনের মাঝেদিন যে কখন গড়িয়ে গেল সকাল থেকে সাঁঝে ।
ভালোবাসার সঠিক মানে নেই তো জানা …
সৃষ্টি সাহিত্য যাপন
জীবন সাথী
পারমিতা সাহা
18. O4 . 2023
এতো বছর কাটিয়ে দিলাম যার হাতটি ধরে
সে যদি আজ প্রশ্ন করে ভালোবাসো মোরে?
উত্তরটা কি যে দেবো ভাবনা মনের মাঝে
দিন যে কখন গড়িয়ে গেল সকাল থেকে সাঁঝে ।
ভালোবাসার সঠিক মানে নেই তো জানা মোর
জানি শুধু তাকে ছাড়া হয়না রাত্রি ভোর ,
দিন কাটেনা তাকে ছাড়া যতই থাকুক কাজ
যতই করি সাজ - সজ্জা হয়না পুরো সাজ ।
মনের আকাশ মেঘলা হলে তাকেই পাশে চাই
রোদ ঝলমল খুশির দিনে তাকেই যেন পাই ,
ভ্যাপসা গরম দুপুর শেষে স্নিগ্ধ বাতাস সে
কনকনে শীতের দিনে মিঠেল রোদও সে ।
থাকে যেন আমার পাশে সকল দিবস রাতি
রাখতে চাই মনের মাঝে জ্বালিয়ে প্রদীপ ভাতি,
সারাটি জীবন কাটাতে চাই তার হাতটি ধরে
প্রভু তুমি পাশে থেকে আশিস্ কোরো মোরে ।।