সৃষ্টি সাহিত্য যাপন
১৪/০৪/২৩ফিরে আসতে দেবোনা
সুশান্ত কাঞ্জিলাল
রাতের অন্ধকারে কুঠারাঘাত করলে টুকরো টুকরো হয়ে ধুলায় লুটিয়ে পড়লআমার বড় সাধের স্বপ্ন গুলো ।তোমার দেখানো স্বপ্নে নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছিলাম তোমাকে জীবনের উদ্দেশ্য…
সৃষ্টি সাহিত্য যাপন
১৪/০৪/২৩
ফিরে আসতে দেবোনা
সুশান্ত কাঞ্জিলাল
রাতের অন্ধকারে কুঠারাঘাত করলে
টুকরো টুকরো হয়ে ধুলায় লুটিয়ে পড়ল
আমার বড় সাধের স্বপ্ন গুলো ।
তোমার দেখানো স্বপ্নে
নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছিলাম
তোমাকে জীবনের উদ্দেশ্য ভেবে
তোমার পিছু নিয়েছিলাম ।
অতি সাধারণ এক স্বার্থপর ঠগ তুমি
আমার সর্বস্ব বেচে দিলে সমান্য মূল্যে
আমারই দুশমনের কাছে !
তোমার হাসিতে লুকিয়ে ক্রুরতা
আমার মত আরো অনেককেই করেছ গৃহহারা
তোমার হাসিতে আর কেউ ভুললেও
আমি ভুলবোনা ।
তোমার সাদা পোশাকের আড়ালে
আছে জমাট বাধা কালো
আমি তাকে প্রকাশ্যে নিয়ে আসবো ।
আমার গলা কেটে দিলেও
আমি দমে যাবো না
এগিয়ে যাব দুর্নিবার গতিতে
তোমার সর্বগ্রাসী লক্ষ্যকে
কোনো মতেই পূর্ণ হতে দেবোনা
তোমাকে ফিরে আসতে দেবোনা ।