Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতাঃ- "তবুও"✍ সঞ্জয় কুমার পাল তারিখঃ-২১/০৪/২০২৩ ইংরেজী। *****************************চলছে এখন ঘোর কলিকাল     আপথে হচ্ছে পথ,মানুষ মানুষকে আঘাত করে       পুরাচ্ছে মনোরথ। 
বিশ্বাস শব্দটা অভিধানে আছে  চ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতাঃ- "তবুও"

✍ সঞ্জয় কুমার পাল 

তারিখঃ-২১/০৪/২০২৩ ইংরেজী। 

*****************************

চলছে এখন ঘোর কলিকাল

     আপথে হচ্ছে পথ,

মানুষ মানুষকে আঘাত করে

       পুরাচ্ছে মনোরথ। 


বিশ্বাস শব্দটা অভিধানে আছে

  চলছে বিশ্বাস ভঙের খেলা,

সরলতা নিদারুণ মার খাচ্ছে 

  বাঁচতে হচ্ছে নিয়ে অবহেলা। 


   প্রতারণা প্রবঞ্চনা চলছে দেদার

        রক্ষক হচ্ছে ভক্ষক,

  জবাবদিহিতার নেই প্রয়োজন

       যে যার মেটাচ্ছে শখ।


    প্রেম ভালোবাসার সংজ্ঞা পাল্টেছে

           স্বার্থ, বিত্ত তাদের চালক,

    মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ে

        অনেকে পণ্য করে মেটাচ্ছে শখ। 


     আঙুল ফুলে অনেকে কলাগাছ হচ্ছে 

             প্রকৃত জমিদারের নেই ভিটে, 

       দুবৃত্তরা খাচ্ছে ঘিয়ের হালুয়া পরটা

     জমিদারের ডাল-ভাত কোনরকমে জুটে।


        অনেক পাপিষ্ঠরা অন্যায় করেও এখন

             বিচারে পায় না সাজা,

       নির্দোষ মানুষ নিগৃহীত হয়ে পদে পদে

            বাধ্য হয়ে ধরছে মদ-গাঁজা।


         তবুও মাঝে মাঝে সত্যের জয় আর

                মিথ্যার দেখি পরাজয়, 

            ঘোর কলিতে বাস করে তবুও

           সত্যকেই আদর্শ বলে করি নির্ণয়। 

                        ***********