বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটরাজ্যের বিভিন্ন স্থানের সঙ্গে এবারে কালিয়াগঞ্জে নাবালিকা রাজবংশী মেয়ের ধর্ষক সেই সঙ্গে স্থানীয় কোলাঘাটে গৃহবধূ ধর্ষণের সঙ্গে যুক্ত অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি ও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে পূ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
রাজ্যের বিভিন্ন স্থানের সঙ্গে এবারে কালিয়াগঞ্জে নাবালিকা রাজবংশী মেয়ের ধর্ষক সেই সঙ্গে স্থানীয় কোলাঘাটে গৃহবধূ ধর্ষণের সঙ্গে যুক্ত অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি ও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে পূর্ব পাঁশকুড়া বিধানসভা মহিলা মোর্চার উদ্যোগে কোলাঘাটের রাজপথে অগণিত মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা গেল বুধবার বিকেলে। কোলাঘাটের মন্ডল অফিস থেকে মিছিল করে কোলাঘাট বিট হাউসের পদাধিকারের কাছে প্রতিবাদ জানাতে উপস্থিত হয় সঙ্ঘবদ্ধ মহিলারা। মিছিল যত এগিয়েছে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রতিবাদের সুর কে আরো বাড়িয়ে তুলতে দেখা যায়। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী শ্যামলী সিংহ, সাধারণ সম্পাদিকা নীলিমা কুন্ডু, সহ-সভাপতি সাধনা দত্ত, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক দেবব্রত পট্টনায়ক, সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন স্থানীয় নেতৃত্ব শ্যামল পাল, রাজিব জৈন প্রমুখ নেতৃত্ব। সভানেত্রী শ্যামলী সিংহ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা বর্তমানে মহিলারাই নির্যাতিত শোষিত বঞ্চিত। সমস্ত ঘটনাকেই নিছক ঘটনা বলে অবহিত করে বাংলার মহিলা সমাজকে অপমানজনক অবস্থায় নিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। মহিলা মোর্চা তমলুক সাংগঠনিক জেলার বিভিন্ন স্থানে আগামী দিনেও প্রতিবাদের মধ্যে থাকবে হবে বলে তিনি জানান। কোলাঘাট বিট হাউসের আধিকারিক অরুণাংশু বর বলেন একটি রাজনৈতিক দলের ডেপুটেশন পাওয়া গেছে বিষয়গুলি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন।