Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনছোট গল্পশিরোনাম - কনে দেখাকলমে - সিদ্ধার্থ লাহিড়ী১৭/০৪/২০২৩
মেঘনার আজ পরীক্ষা শেষ। এম এ পরীক্ষা দিলো। আজ অহন আসবে, অনেকদিন পর দেখা হবে। এর মধ্যে যোগাযোগ হয়নি। ওকে ফোন করেছিলো মেঘনা। সুইচ অফ ছিলো। পরে মেঘনা অহনে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

ছোট গল্প

শিরোনাম - কনে দেখা

কলমে - সিদ্ধার্থ লাহিড়ী

১৭/০৪/২০২৩


মেঘনার আজ পরীক্ষা শেষ। এম এ পরীক্ষা দিলো। আজ অহন আসবে, অনেকদিন পর দেখা হবে। এর মধ্যে যোগাযোগ হয়নি। ওকে ফোন করেছিলো মেঘনা। সুইচ অফ ছিলো। পরে মেঘনা অহনের বন্ধুকে ফোন করে আজকের দেখা করার কথাটা বলে। হটাৎ তার ফোন বেজে ওঠে, হ্যালো বলতেই শোনে এক মহিলা তাকে বলতে শুরু করে, আমি অহনের মা, বাইরে এসো কথা আছে। বাইরে আসতেই  প্রশ্ন -

ও তাহলে তুমিই মেঘনা? মেঘনা ..?

মেঘনা বোস।

বোস  মানে কায়স্থ। চল সামনের কফিশপে গিয়ে বসি। 

চলুন।

আমরা মুখার্জি ব্রাম্ভন। আমাদের গ্রামের বাড়ীতে এখনও দুর্গাপূজা হয়।আমি জানি।

ও তাহলে অহন তোমাকে সব বলেছে। আচ্ছা ওর মায়ের মনোভাব কিছু বলেনি?

না আসলে আমরা.....

আসলে আমরা এর মানে কি?  কি কর?

এই তো সবে এম এ ফাইনাল দিলাম।

সাবজেক্ট কি ছিল? 

আজ্ঞে ইংলিশ। এরপর  বি এড করে টিচারী করবো।

আচ্ছা তোমরা কি পরস্পরকে ভালোবাসো?

দেখুন আমি বুঝতে পারছি না আপনি কেন এভাবে আমাকে ক্রস করছেন। আপনি তো অহনকে জিজ্ঞাসা করলেই সব জানতে পারবেন।

সেটা ঠিক কিন্তু আমি দেখতে চাই তুমি কি এমন , আমার ছেলে যে তার বাবাকে হারিয়েছে মাত্র দশ বছর বয়সে। যাকে আমি সিঙ্গেল মাদার হিসাবে বড় করেছি। আজ সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একটা প্রতিষ্ঠিত কোম্পানি তে চাকরি পেয়েছে। সে কি ভাবে তোমাকে বেছে নিলো।

ওয়াও অহন চাকরি পেয়ে গেছে। আমি জানতাম ও ভালো একটা জব পাবেই।

হ্যাঁ, আর সেই জন্যই তুমি ঝুলে আছো।

এ আপনি কি সব বলছেন ?

থামো। সপ্তপদী সিনেমা দেখেছো?

হ্যাঁ কিন্তু কেন?

ওখানে ছবি বিশ্বাস মানে নায়কের বাবা যা করে ছিলো সেটা আমি করছি কেননা অহনের বাবা নেই। এবার বলো তুমি কত চাও? দেখো আমি ত্রিশ লাখ অবধি দিতে পারি।

আপনার কি মাথা খারাপ? আপনি যা বলছেন তার মানে জানেন?

দেখো মেঘনা আমার ঐ একটা মাত্র ছেলে ওকে আমি হারাতে পারবো না তাও আবার বেজাতের সঙ্গে।

ছিঃ ছিঃ এগুলো অহন শুনলে কি ভাববে বলুনতো? আপনার রুচি আর মনোভাব নিয়ে ও গর্ব করে আর আপনি !!! প্লিজ আপনি চলে যান। আর শুনুন আপনি যে কথাগুলো বললেন সেটা আমি অহনের মুখ থেকে শুনতে চাই। বলেই মেঘনা উঠে পরে।

আরে  মেঘনা বোস, চুপ করে এখানে বোস। কনে দেখা আলোয় তোমায় একটু দেখি।

মেঘনা অবাক হয়ে বলে মানে কি বলছেন?

যাকে অহনের পছন্দ তাকে আমিতো একটু দেখব নাকি? সুমনাদেবী ফোনটা তুলে বলেন কইরে অহি আয় আয়। অহন আর ওর বন্ধু দুজনে কফিশপে ঢোকে। 

মেঘনা হতভম্ব। 

অহন বলে অবাক হওয়ার কিছু নেই, পুরোটা মায়ের প্ল্যান। আমাকে তিনদিন ফোন ধরতে দেয়নি।

সুমনাদেবী অহনকে বলেন শোন মেঘনা  কনে দেখা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ত্রিশ লাখ টলাতে পারেনি।

মেঘনা নিচু গলায় বলে ওটা ত্রিশ কোটি হলে রাজি হয়ে যেতাম।

সুমনা দেবী বলেন ওরে মেয়ে বলেই সবাই হেসে ওঠেন। 

অহন চারটে কফির অর্ডার দেয়।