বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাট
এসইউসিআই( কমিউনিস্ট) দলের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা অফিস মেচেদায় রক্ত পতাকা উত্তোলন শহীদ বেদীতে মাল্যদানসহ সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। মাল্যদান কর…
বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাট
এসইউসিআই( কমিউনিস্ট) দলের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা অফিস মেচেদায় রক্ত পতাকা উত্তোলন শহীদ বেদীতে মাল্যদানসহ সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। মাল্যদান করেন দলের প্রবীণ সদস্য মন্মথ দাস সুব্রত দাস প্রমুখ। পাঁশকুড়া তমলুক রামতারক সহ বিভিন্ন পার্টি অফিসে যথাযথ মর্যাদা উদযাপন করা হয়। দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের ভাষণ অনলাইনে শোনান পার্টির কর্মী সমর্থকরা ।