Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

কেন ?সত্যদেব পতি১৮/০৪/২৩হয়তোবা সবকিছু ই বিধিলিপি ---সময়ের হাত ধরে হেঁটে চলে চাওয়া পাওয়ার অশরীরী মন,হিসেবের খাতা কখনো রোগ কখনো বিয়োগ কষে মন কলমে,তাই হয়তো কিছু ছবি আঁকা হয় মনের চেতনায় -কুলভাঙা ঢেউ খেলে যায় চঞ্চল হাওয়ায় …


 কেন ?

সত্যদেব পতি

১৮/০৪/২৩

হয়তোবা সবকিছু ই বিধিলিপি ---

সময়ের হাত ধরে হেঁটে চলে চাওয়া পাওয়ার অশরীরী মন,

হিসেবের খাতা কখনো রোগ কখনো বিয়োগ কষে মন কলমে,

তাই হয়তো কিছু ছবি আঁকা হয় মনের চেতনায় -

কুলভাঙা ঢেউ খেলে যায় চঞ্চল হাওয়ায় -

আকাশের নীল ধ্রুবতারা সবকিছু ই দেখে জীবনের উত্তর আকাশে,

এমনি ই এক পূর্ণিমা তিথিতে কলম তুলির একাত্মতা ঘটেছে,

কখন  মানষপটে তার ছবি এসেছে আমি বুঝতেও পারিনি,

চুপিসারে জনাস্তিকে তার অধিকার পেয়েছে আমি ঠাওর করিনি,

আমার মনকে জিঞ্জাসা করি কোনো উওর নেই,

তাহলে তাকে অপমান করা হয়;

তাই শুধু এইটুকু বলা যায় তাকে আমি অনুভব করি উপলব্ধ হয়;

 সে আছে তাই মন উতালা থাকে সে যখন বিষন্ন হয়, 

 সময় যেভাবে আমাকে উত্তর দেয় আমার চাওয়া পাওয়া যেন তাকে ঘিরেই।

তাহলে কি আমি তাকে খুব ভালো বসি?

উত্তর কিন্তু হীমায়কি হৃদয়-

ভাবতে পারছি না কেন ?

কিন্তু মনেহয় যদি একবার তার কাছে বসে বলতে পারতাম!

 অনেক হয়েছে এবার আর অভিসারে র কথা নয়- নয় কোনো কাব্য কথা এবার যে সেই চরমতম সময়;

  যে সময় মহাসাগরের অফুরান জলরাশির  কল্লোলিত  অহংকার!

কারো উচ্ছাসিত আবেগ ভর্তি একরাশ ভালো বাসা।

কিন্তু এটা বাস্তবে করা বড়ো কঠিন কাজ তবুও ঐ প্রশ্ন সূচক শব্দটা বারবার ফিরে আসে জীবনের অদেখা পাতায়,

কিন্তু  এমনটা "কেন" আসে জীবনে এটা বোঝার আগেই হয়তো আরও একটা কেন উঁকিঝুঁকি দেয় মনের দর্পণে।