মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার দিনের পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন ৩রা এপ্রিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৪৫৪ টি প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্প উদ্বোধন করতে খরচ হবে ৪৭৪ কোটি ৯৭ লক্ষ…
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার দিনের পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন ৩রা এপ্রিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৪৫৪ টি প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্প উদ্বোধন করতে খরচ হবে ৪৭৪ কোটি ৯৭ লক্ষ টাকা। এছাড়াও ২৬০ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয়ে ৪৭ টি প্রকল্পের শিলান্যাস করবেন। ৩রা এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এক নম্বর ব্লকের ঠাকুরনগর মাঠে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সভা থেকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হবে। সেখানে মুখ্যমন্ত্রী নিজের হাতে ৫০ জন বেনিফিসারির হাতে পরিষেবা তুলে দেবেন। ৩ তারিখ থেকে পর্যায়ক্রমে মোট ২ লক্ষ ৯৮ হাজার মানুষকে পরিষেবা দেওয়া হবে। জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী জানান ৩রা এপ্রিল মুখ্যমন্ত্রী জেলা সফরে আসবেন। দীঘায় থাকবেন ৬ তারিখ পর্যন্ত। ৬ তারিখ তিনি দীঘা থেকে কলকাতায় ফিরে যাবেন।