কাঁথি পুরসভা স্টল দুর্নীতি মামলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর জাভেদ আকতার'কে গ্রেফতার করলো কাঁথি থানার পুলিশ। কাঁথি পুরসভার পুরপ্রধান সৌমেন্দু অধিকারী থাকাকালীন শহ…
কাঁথি পুরসভা স্টল দুর্নীতি মামলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর জাভেদ আকতার'কে গ্রেফতার করলো কাঁথি থানার পুলিশ। কাঁথি পুরসভার পুরপ্রধান সৌমেন্দু অধিকারী থাকাকালীন শহরে একাধিক নির্মাণ হয়। সেই নির্মাণে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন। জাভেদ আকতার কাঁথি পুরসভা ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। দক্ষিণ কাঁথি বিধানসভা নির্বাচনে দুদিন আগে দারুয়াতে একটি বিজেপির সভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন।
কে এই জাভেদ আকতার? তিনি অত্যন্ত অধিকারী পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। কাউন্সিলর থেকে একাধিক ঠিকাদারি কাজ করতেন তিনি। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ দেখতে ইংল্যাণ্ডে গিয়েছিলেন সৌমেন্দু অধিকারী। তারও সফরসঙ্গী ছিলেন তিনি। সৌমেন্দু অধিকারীর কাঁথি পুরসভায় একাধিক স্টল নির্মাণ হয়।এই নির্মাণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। মোটা টাকার বিনিময়ে স্টল বিক্রি করার অভিযোগ ওঠে। সেই টাকা পুরসভায় জমা দেয়নি বলে অভিযোগ।
কাঁথি পুরসভার একাধিক স্টল দুর্নীতি মামলায় কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীর গাড়ি চালক গোপাল সিং, বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। সৌমেন্দু অধিকারীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ৷
মঙ্গলবার রাতে কলকাতা থেকে সৌমেন্দু অধিকারী ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর জাভেদ আকতার'কে গ্রেফতার করে।
যদিও এ বিষয়ে কাঁথি পুলিশের কাছ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি।