নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : শনিবার অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের শ্রীগুরুরূপে আবির্ভাব দিবস উপলক্ষ্যে মেদিনীপুর শহরের আমতলাঘাটের কাছে শ্রী অযাচক আশ্রমে সমবেত উপাসনা তৎসহ একটি রক্তদান শিবিরের…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : শনিবার অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের শ্রীগুরুরূপে আবির্ভাব দিবস উপলক্ষ্যে মেদিনীপুর শহরের আমতলাঘাটের কাছে শ্রী অযাচক আশ্রমে সমবেত উপাসনা তৎসহ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশংকর ষড়্গী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পৌরপ্রধান অনিমা সাহা, সমাজসেবী পঙ্কজ পাত্র, আইনজীবী তীর্থঙ্কর ভকত ও বহু ভক্ত শিষ্য গন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মূল্যবান ভাষণে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর জন্য সবাইকে এই ধরনের কাজে এগিয়ে আসর আহ্বান জানান।পবিত্র অখণ্ড মন্ত্র পাঠের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠান শুরু হয়।
বেশ কয়েকজন মহিলা সহ ৩৫ জন রক্ত দাতা এদিনের শিবিরে রক্ত দান করেন। অনুষ্ঠান শেষে দুই শতাধিক ভক্তরা প্রসাদ গ্রহন করেন।