Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অভীক্ষার পুরস্কার বিতরণী

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর....পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেদিনীপুর গ্রামীণ পূর্ব বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের রামনগর জুনিয়র হাইস্কুলে অনুষ্ঠিত হলো  সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেধা অভীক্ষা-২০২২ এর পুরস্কা…


 নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর....পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেদিনীপুর গ্রামীণ পূর্ব বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের রামনগর জুনিয়র হাইস্কুলে অনুষ্ঠিত হলো  সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেধা অভীক্ষা-২০২২ এর পুরস্কার বিতরণী সভা। এদিন স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে "সবার দেশ, আমাদের দেশ" শীর্ষক বিজ্ঞান বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। এদিনের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক শুভ্রাংশু শেখর সামন্ত। 


সভাপতিত্ব করেন বিজ্ঞান কেন্দ্রের সভাপতি সুদীপ কুমার খাঁড়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক সুধাপদ বসু,জেলা কাউন্সিলের সদস্যা সুষমা প্রধান,অভীক্ষা নিয়ামক কার্তিক চক্রবর্তী, 'শিক্ষারত্ন' শিক্ষিকা আল্পনা দেবনাথ বসু, কুইজ মাস্টার অরিন্দম দাস প্রমুখ‌ । আয়োজক ও শুভানুধ্যায়ীদের পক্ষে উপস্থিত ছিলেন শান্তনু সিনহা, কুলদীপ রায় চৌধুরী,সরোজ মান্না,সঞ্জয় সখা চাবরি,পার্থ প্রতিম দাস,সোমা দাস,রূম্পা রায়, মুক্তিপদ ঘোষ, মৌমিতা দাস,শুভ্রা দাস,অনন্যা সামন্ত সহ অন্যান্যরা। 


অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান চেতনার প্রসারে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে মেধা অভীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগিদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়। পরিবেশ সচেতনতার বার্তা দিতে সফল ছাত্র-ছাত্রী ও অতিথিদের হাতে উপহার হিসেবে চারাগাছ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানান সম্পাদক শুভ্রাংশু শেখর সামন্ত ও সভাপতি সুদীপ কুমার খাঁড়া।