.. আবারও মানবিক মুখ নিয়ে সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকাশনা সংস্থা তপতী পাবলিশার্স এর কর্ণাধার, মেদিনীপুর শহরের বাসিন্দা বিশিষ্ট সমাজকর্মী রিংকু চক্রবর্তী। মেদিনীপুর শহরের উপকণ্ঠে যম…
.. আবারও মানবিক মুখ নিয়ে সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকাশনা সংস্থা তপতী পাবলিশার্স এর কর্ণাধার, মেদিনীপুর শহরের বাসিন্দা বিশিষ্ট সমাজকর্মী রিংকু চক্রবর্তী। মেদিনীপুর শহরের উপকণ্ঠে যমুনাবালী এলাকায় অবস্থিত সারদা বিদ্যামন্দির (উ: মা:) -এর ষষ্ঠ শ্রেণির ছাত্র সায়ন চালক ক্যানসারে আক্রান্ত।সায়ন এখন টাটা মেডিক্যাল সেন্টারের ' পেডিয়াট্রিকস ওনকোলজি' বিভাগে চিকিৎসাধীন।সায়নে পিতা পেশায় রাজমিস্ত্রি।সায়ন রিংকু বাবু ছোট ছেলের সাথে একই ক্লাসে পড়ে। সায়নের বিষয়টি জানার পর তার পরিবারের পাশে দাঁড়াতে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রিংকু বাবু। সায়নের চিকিৎসার জন্য তপতী পাবলিশার্স-এর পক্ষ থেকে সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা প্রধান আচার্য্য দেবের হাতে কিছু পরিমাণ অর্থ তুলে দেওয়া হয়। রিংকু বাবু সায়নের দ্রুত আরোগ্য কামনা করেছেন।