নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর......শূন্য পদে স্বচ্ছ ভাবে দ্রুত নিয়োগ,দ্রুত বকেয়া ডি এ প্রদান,ভোটকর্মীদের নিরাপত্তা সহ ৯ দফা দাবিতে বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় মেদিনীপুর শহরে মোটর সাইকেল মিছিল করলো রাজ্য সরকারী কোষাগার থে…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর......শূন্য পদে স্বচ্ছ ভাবে দ্রুত নিয়োগ,দ্রুত বকেয়া ডি এ প্রদান,ভোটকর্মীদের নিরাপত্তা সহ ৯ দফা দাবিতে বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় মেদিনীপুর শহরে মোটর সাইকেল মিছিল করলো রাজ্য সরকারী কোষাগার থেকে বেতন প্রাপ্ত শিক্ষক-শিক্ষাকর্মী-কর্মচারীদের যৌথ মঞ্চ।
এদিন মেদিনীপুর শহরের কর্মচারী ভবন প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে পঞ্চুর চক,গোলকুঁয়াচক, স্কুলবাজার,নিমতলাচক, বটতলা, কেরানীটোলা, স্টেশনরোড়,ফকিরকুঁয়া, বাসস্ট্যান্ড, ক্ষুদিরাম মোড়,গান্ধীমোড় হয়ে পুনরায় কর্মচারী ভবনে শেষ হয়।
এই মোটর সাইকেল মিছিলে নেতৃত্ব দেন ১২ ই জুলাই কমিটির নেতৃত্বে অশোক ঘোষ, গঙ্গাধর বর্মণ, জগন্নাথ খান,দুলাল দত্ত প্রমুখ নেতৃবৃন্দ।