নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর......শূন্য পদে দ্রত স্বচ্ছ ভাবে দ্রুত নিয়োগ,দ্রুত বকেয়া ডি এ প্রদান, ভোটকর্মীদের নিরাপত্তা সহ ৯ দফা দাবিতে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে নেতাজি মূর্তির পাদদেশে শুক্রবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর......শূন্য পদে দ্রত স্বচ্ছ ভাবে দ্রুত নিয়োগ,দ্রুত বকেয়া ডি এ প্রদান, ভোটকর্মীদের নিরাপত্তা সহ ৯ দফা দাবিতে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে নেতাজি মূর্তির পাদদেশে শুক্রবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো করলো রাজ্য সরকারী কোষাগার থেকে বেতন প্রাপ্ত শিক্ষক-শিক্ষাকর্মী-কর্মচারীদের যৌথ মঞ্চ। এদিন বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চার ঘণ্টা ধরে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে।
এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখেন যৌথ মঞ্চের নেতৃত্ব গঙ্গাধর বর্মন, শাশ্বতী মজুমদার, ধ্রুবশেখর মন্ডল,অশোক ঘোষ, দুলাল দত্ত,জগন্নাথ খান,পল্লব সরকার, মহিলা আন্দোলনের নেত্রী কানন বৈদ্য, যুবনেতা সুমিত অধিকারী সহ অন্যান্যরা।সভায় সভাপতিত্ব করেন স্বপন মারিক ও জগন্নাথ খান কে নিয়ে গঠিত সভাপতি মন্ডলী। বক্তারা নিজেদের দাবির পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন "জনবিরোধী নীতি"র বিরুদ্ধে সোচ্চার হন।
উল্লেখ্য এই একই দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ মঞ্চের উদ্যোগে মেদিনীপুর শহরে মোটর সাইকেল মিছিল হয়।