Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি মুখ্যমন্ত্রীর তাপপ্রবাহের অজুহাতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার প্রতিবাদ

বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকবঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাপপ্রবাহের কারণে আগামী ২রা মে থেকে রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার প্রতিবাদ জানানো হল। বিগত বছরগ…



বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাপপ্রবাহের কারণে আগামী ২রা মে থেকে রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার প্রতিবাদ জানানো হল। বিগত বছরগুলি ন্যায় এবারও গরমে ছুটি দেওয়ার ক্ষেত্রে আবহাওয়া দপ্তর , শিশু বিশেষজ্ঞ সহ শিক্ষক সংগঠনের কোন মতামত না নিয়ে অগণতান্ত্রিকভাবে এই ছুটি এক তরফা ঘোষণা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উত্তরবঙ্গের দিনের বেলায় রোদ থাকলেও রাতে বেশ ঠান্ডা, গরম পড়বে জুন মাসে। এমনিতেই করোনার কারণে দ্বিতীয় বছর বিদ্যালয় বন্ধ ছিল। এরপর গত বছর গরমের অজুহাতে দেড় মাস বিদ্যালয় বন্ধ ছিল। যার ফলে এখনো পড়াশোনার স্বাভাবিক গতি আসেনি আবার এভাবে ছুটি দিলে সেটাও বন্ধ হয়ে পড়বে, ভবিষ্যতে ছাত্রহীন বিদ্যালয়ের সংখ্যা বাড়বে। প্রেস বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেন ৮২০৭ বিদ্যালয় ছাত্র বিহীনে ভুগছে। তিনি বলেন গরমের জন্য ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ইত্যাদি জেলায় সকাল বেলায় স্কুল শুরু হয়েছে শিক্ষার স্বার্থে সকালে পাঠদান প্রক্রিয়া চালু রাখার দাবি করেন।