বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ধারিন্দা মানিকতলা ও পাঁশকুড়া রেলস্টেশন এলাকার ফ্লাইওভার নির্মাণ, নোনাকুড়িতে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা রাস্তা ঢালাই, দেউলিয়াতে আন্ডারপাস নির্মাণ, পুনর্বাসন ছাড়া রেলে…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ধারিন্দা মানিকতলা ও পাঁশকুড়া রেলস্টেশন এলাকার ফ্লাইওভার নির্মাণ, নোনাকুড়িতে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা রাস্তা ঢালাই, দেউলিয়াতে আন্ডারপাস নির্মাণ, পুনর্বাসন ছাড়া রেলের বস্তি ও দোকান উচ্ছেদ না করা, সহ বিভিন্ন দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলাশাসক অফিসে ডেপুটেশন দিল নাগরিক প্রতিরোধ মঞ্চ বৃহস্পতিবার। ডেপুটেশনে নেতৃত্ব দেন মধুসূদন বেরা, গোপাল মাইতি, স্বপন ভৌমিক প্রমূখ। অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায় স্মারকলিপি গ্রহণ করে বিভিন্ন দপ্তরের দাবিগুলি পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন। নাগরিক মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে গুরুত্বপূর্ণ দাবিগুলি অবিলম্বে পূরণ না করা হলে আগামী দিনে তারা বিরতর আন্দোলনের পথে নাবতে বাধ্য হবে।