Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনপ্রায়শ্চিত্ত- জয় চক্রবর্তী০৩/০৪/২০২৩
এতদিনে সঞ্চয় হয়েছে যতকিছু অনুভবএই জীবদ্দশায় তার সববলা হয়নি এখনও জনসমক্ষেকিছু পক্ষে কিছু বিপক্ষে বিদীর্ণ বক্ষেনিদেন পক্ষে না অলক্ষ্যে।
কথাগুলো চক্রাকারে সর্বদাই ঘোরে কার…


 সৃষ্টি সাহিত্য যাপন

প্রায়শ্চিত্ত

- জয় চক্রবর্তী

০৩/০৪/২০২৩


এতদিনে সঞ্চয় হয়েছে যতকিছু অনুভব

এই জীবদ্দশায় তার সব

বলা হয়নি এখনও জনসমক্ষে

কিছু পক্ষে কিছু বিপক্ষে বিদীর্ণ বক্ষে

নিদেন পক্ষে না অলক্ষ্যে।


কথাগুলো চক্রাকারে সর্বদাই ঘোরে 

কারো বাগানে কারো বা দোরে

নিছক অনিমন্ত্রিত অনাহূত সেজে

অপেক্ষা কখন পা পড়বে লেজে

উচ্ছিষ্ট যা পায় পেট ভরে যায় তাতে

অন্ধ কালা পরিধানে উৎসবেতে মাতে।


প্রায়শ্চিত্ত করতে স্মরণ ভুলতে শত পাপ

নয়ন জলে আপন কর্মে দিয়ে অভিশাপ 

সাঁঝবেলাতে তুলসীতলায় সন্ধ্যাপ্রদীপ জ্বেলে

যত ব্যথা, ঘাত প্রতিঘাত সকলি দেয় মেলে।


** সংরক্ষিত **