Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লোধাশুলিতে "প্রচেষ্টা" গ্রুপের উদ্যোগে পত্রিকা প্রকাশ ও সাহিত্য আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক,ঝাড়গ্রাম......ঝাড়গ্রাম জেলার লোধাশুলিতে পদসাথী সভাগৃহে প্রচেষ্টা গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হ "প্রচেষ্টা" পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান এবং "সাহিত্য পত্রিকার গতিপ্রকৃতি ও বর্তমান সমাজে তার গুরুত…



নিজস্ব প্রতিবেদক,ঝাড়গ্রাম......ঝাড়গ্রাম জেলার লোধাশুলিতে পদসাথী সভাগৃহে প্রচেষ্টা গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হ "প্রচেষ্টা" পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান এবং "সাহিত্য পত্রিকার গতিপ্রকৃতি ও বর্তমান সমাজে তার গুরুত্ব " শীর্ষক একটি কর্মশালা ও আলোচনা সভা।


 অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান পত্রিকার সম্পাদক মূকুন্দরাম চক্রবর্তী।অতিথি আলোচক হিসেবে বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক ড.মধুপ দে,প্রাবন্ধিক ড.অমৃত কুমার নন্দী; নৃতাত্ত্বিক গবেষক ও প্রাবন্ধিক ড.শান্তনু পান্ডা, কবি জয়ন্ত দাস, ঝাড়গ্রামের সাহিত্যের আড্ডার সম্পাদক বংশী মোহন প্রতিহার, প্রাবন্ধিক ও সুবর্ণরৈখিক ভাষা গবেষক উপেন পাত্র প্রমুখ। 


এছাড়া উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম ও মেদিনীপুর জেলার, ৫২ জন বিশিষ্ট কবি ও সাহিত্যিপ্রেমী ব্যক্তিবর্গ।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান,প্রয়াত কবি দিলীপ দাসের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অতিথি দের বরন করে নেন কলেজ ছাত্রী অদিতি চক্রবর্তী।প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন "প্রচেষ্টা' পত্রিকার সম্পাদক মুকুন্দ রাম চক্রবর্তী। তিনি "প্রচেষ্টা গ্রুপ" নামক স্বেচ্ছাসেবী সংগঠনের গোড়াপত্তন, এগিয়ে চলার ইতিহাস এবং কার্যকলাপ সকলের সামনে তুলে ধরেন। ২০১৫ সালে মাত্র ৬ জন সদস্য নিয়ে পথচলা শুরু করে আজ কিভাবে কাজের মধ্য দিয়ে তাঁরা ৯০ জনে পৌঁছে গেছেন সে বিষয়ে আলোকপাত করেন। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সাহিত্য চর্চার পাশাপাশি তাঁরা কিভাবে বৃক্ষরোপণ, ত্রান বিতরণ, বস্ত্র দান, পুস্তক বিতরণ সহ অন্যান্য কাজে ব্রতী রয়েছেন তার খতিয়ান তুলে ধরেন। প্রকাশন এর মাধ্যমে এগিয়ে চলছে তার বিভিন্ন দিক তুলে ধরেন। ড. অমৃত কুমার নন্দী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্য চর্চা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ড. মধুপ দে তাঁর বক্তব্যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জঙ্গলহলের ভূমিকা নিয়ে তথ্যসমৃদ্ধ মনোজ্ঞ আলোচনা করেন।ড. শান্তনু পান্ডা জঙ্গলমহলের ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, হারিয়ে যাওয়া বিভিন্ন বিষয় পুনরুদ্ধারের নানান দিক সম্পর্কে বিস্তারিত ব্যখ্যা করেন। পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা যাতে হারিয়ে না যায় এবং তাকে কিভাবে রক্ষা করা সম্ভব সে বিষয়ে আলোকপাত করেন। প্রাবন্ধিক উপেন পাত্র বলেন,ছোট পত্রিকা হলো সাহিত্যের আঁতুড়ঘর।তিনি চান প্রচেষ্টা পত্রিকায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার লোকসংস্কৃতি, জনবিন্যাস, লোকভাষা, স্থানীয় ইতিহাস,স্থানীয় ভূগোল, অরণ্য সম্পদ, জীববৈচিত্র্য ইত্যাদি বিষয় প্রতিফলিত হোক। সমস্ত অতিথিবৃন্দের উপস্থিতিতে যৌথ ভাবে "প্রচেষ্টা" পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। আলোচনার পাশাপাশি

স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি সহ অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সমগ্র আনুষ্ঠান সঞ্চালনা করেন সুমন চাটার্জি।সমস্ত অতিথিবৃন্দের উপস্থিতিতে যৌথ ভাবে "প্রচেষ্টা" পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। আলোচনার পাশাপাশি

স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি সহ অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমগ্র আনুষ্ঠান সঞ্চালনা করেন সুমন চাটার্জি।