Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
বিদ্রোহী কবি নজরুলের ১২৪ তম জন্মজন্তীতেশ্রদ্ধাঞ্জলি:
দ্রোহ ছিল দু'টি চোখে
ডা.শামস রহমান১২ জ‍্যৈষ্ঠ'১৪২৯;ইং ২৬/০৫/২৩
এই সেই নজরুল বজ্র মুঠোয় লিখেছিল শোষিত মানুষের গানবাংলা আজও ফিরে চায় বারবার,হোকএমনই কবি বহ…

 


সৃষ্টি সাহিত্য যাপন


বিদ্রোহী কবি নজরুলের ১২৪ তম জন্মজন্তীতে

শ্রদ্ধাঞ্জলি:


দ্রোহ ছিল দু'টি চোখে


ডা.শামস রহমান

১২ জ‍্যৈষ্ঠ'১৪২৯;ইং ২৬/০৫/২৩


এই সেই নজরুল বজ্র মুঠোয় লিখেছিল 

শোষিত মানুষের গান

বাংলা আজও ফিরে চায় বারবার,হোক

এমনই কবি বহমান!

রুদ্ধ সারাবেলা রুদ্র প্রকৃতির খেলায়

ছিল তার হাতিয়ার

কালি কলম কাগজ কতো সাজে সাজিয়ে

দিয়ে গেছে উপহার!


কলম কঙ্কণে ফুটেছে অঙ্কন,দ্রোহ ছিল 

দু'টি চোখে

প্রিয়ার খোঁপায় সেধেছে তারার ফুল

মায়াবী জ‍্যোৎস্না দেখে!

নজরুলের সৃষ্টি যেন বুলেটের বৃষ্টি,কেউ 

গড়বে না আর কভু

চেতনায় গড়ে হৃদয়ের নীড়ে,পারাপারে 

দুস্তর পথ তবু।


জীবনের কথা বলেছে দুখুমিয়া,যত সুর 

বাজে প্রাণে

মানুষের কথা শুনিয়ে গেল,বাঁশী বেজেছে 

বিদ্রোহী গানে!

নজরুল আছে বাঙালীর মননে চেতনায়,

দিয়ে গেল যত আশা

সৃষ্টি রবে অমর চিরকাল,শ্বাশত বাংলার 

ভালোবাসা।


সৃষ্টি সুখের উল্লাস যেন আজ,পদে পদে 

বাধাগ্রস্থ

শকুনেরা সব শ্যেণদৃষ্টি মেলে রাখে,করে

সবই বিপর্য্যস্ত!

হে মানব তুমি সৃষ্টির সেরা জীব,বিধি 

করেছে তাকে সৃষ্টি

অমানুষেরা বলে যায় বর্ণবাদের ভাষা,

খুঁজে তারা যত ঋষ্টি

মুসলিমের চেতনা হিন্দুত্ববাদের উন্মেষে,

বলে গেলে মনুষত্ব্যের কথা

মাটির পৃথিবী গড়ে উঠবে একদিন,ভরবে

অমরবাণীতে মানবতা।


-Shams Rahman.