সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম - "বদলে গেলো"কলমে - মিঠু ঘোষতারিখ -২৬-০৫-২০২৩
জীবনে অনেক কিছু বদলে গেলো -----কথা রাখা বদলে গেলো,নতুন জামা গুলি বদলে গেলোপুরনো বই বদলে নতুন বই এলো।
সময় বদলে গেলো জীবনের সাথে,যারা আপন ছিল তারা সর…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম - "বদলে গেলো"
কলমে - মিঠু ঘোষ
তারিখ -২৬-০৫-২০২৩
জীবনে অনেক কিছু বদলে গেলো -----
কথা রাখা বদলে গেলো,
নতুন জামা গুলি বদলে গেলো
পুরনো বই বদলে নতুন বই এলো।
সময় বদলে গেলো জীবনের সাথে,
যারা আপন ছিল তারা সরে গেলো।
আর যারা পর ছিল তারা যেন আপন হলো।
আগে যেমন শক্তি ছিল সেটা আজ কমতে শুরু করল,
জীবনে অনেক কিছু বদলে গেলো -----
যে রঙ গুলি খুব প্রিয় ছিল সেগুলি আজ বিবর্ণ হয়ে গেলো।
জীবনে যারা সত্যিটা হাসি মুখে মেনে নিতে পারতো
আজ তারাই যেন সব কিছু মানতে চাইছে না।
যারা একদিন জীবনে আনন্দ দিত ---
আজ তারাই নিরানন্দের কারণ হয়ে গেলো,
জীবনে অনেক কিছু বদলে গেলো।
আগে যেমন গল্প করতে ইচ্ছে করতো আজ যেন সেটাও ইচ্ছে নেই,
নীরবতা যেন আমায় আজ নীরব করে দিয়েছে।
আজ যেন ইচ্ছেটাই মৃত প্রায় হয়ে গেছে ,
কিংবা জীবাশ্মের রূপ নিয়েছে।