# সৃষ্টি সাহিত্য যাপন।। এসো বিদ্রোহী কবি।। কলমে- ©সমুদ্র সেন ✍️তারিখ - ২৫/০৫/২০২৩
অগ্নিবীণায় ঝংকার তোলো বাজাও বিষের বাঁশি, সমন্বয়ের গান বেঁধেছো চেতনা রাশি রাশি। পাতার পরে উল্টে পাতা পড়ছি আমরা সবা…
# সৃষ্টি সাহিত্য যাপন
।। এসো বিদ্রোহী কবি।।
কলমে- ©সমুদ্র সেন ✍️
তারিখ - ২৫/০৫/২০২৩
অগ্নিবীণায় ঝংকার তোলো
বাজাও বিষের বাঁশি,
সমন্বয়ের গান বেঁধেছো
চেতনা রাশি রাশি।
পাতার পরে উল্টে পাতা
পড়ছি আমরা সবাই,
বিকলাঙ্গ সমাজটাকে
করছি নিত্য জবাই!
শিকল ভাঙার গান গেয়েছো
গাইছি চড়া সুরে,
শিকল এখন জাল পেতেছে
বিকল হৃদয় জুড়ে।
লিচু চুরি কমছে এখন
বাড়ছে পুকুর চুরি,
তালপুকুর আজ মজে গেছে
হারায় বটের ঝুরি!
গঙ্গা, সিন্ধু, নর্মদায়
শুদ্ধ সলিল কই,
গান গায় না বুলবুলি আজ
কান পেতে তবু রই।
একবৃন্তের কুসুম দুটি
জর্জরিত আজ,
মসনদে নেই নবাব সেলিম
নূরজাহানী তাজ!
বাজে কী ব্রজে শ্যামের বাঁশি
রাখালিয়া সুরে?
শ্যামার গীতি বাজে কী আজ
সাধন সমর জুড়ে?
তবে তোমায় যাইনি ভুলে
ছবিটি সাজাই মালায়,
অঞ্জলি দিই জন্মদিনে
জ্বালিয়ে প্রদীপ থালায়।
ভুলে অভিমান শোণিত ধারায়
তোলো চেতনার ঝংকার,
বিদ্রোহী কবি অগ্নিবীণায়
তোলো জাগরণী টঙ্কার।