সৃষ্টি সাহিত্য যাপন "বিশ্ব প্রাসঙ্গিকতায় নজরুল"------রেশমা বেগম ২৪.৫.২০২৩ ইং
বহমান সময়ে বিশ্ব প্রাসঙ্গিকতারআলোচনায় নজরুল তুমি অনিস্বীকার্য,যা বলেছিলে,লিখেছিলে মানবমোহেপ্রগতির কর্মে-মর্মে সদা অনিবার্য।
কোন্ কালে বাজি…
সৃষ্টি সাহিত্য যাপন
"বিশ্ব প্রাসঙ্গিকতায় নজরুল"
------রেশমা বেগম
২৪.৫.২০২৩ ইং
বহমান সময়ে বিশ্ব প্রাসঙ্গিকতার
আলোচনায় নজরুল তুমি অনিস্বীকার্য,
যা বলেছিলে,লিখেছিলে মানবমোহে
প্রগতির কর্মে-মর্মে সদা অনিবার্য।
কোন্ কালে বাজিয়ে ছিলে বাঁশরী
কল্পিত চিত্রে শৈল্পিক ভাস্কর্য,
আজও মরা-গাঙে বান আসে
গীতমালার দ্রৌপদী অঙ্গে সর্বস্ব।
কোথায় নেই তোমার পদচারণা
বিহ্বলিত অন্তর দিশেহারা প্রতিক্ষণে,
সাম্যের গান গাহিয়া-- মানবতায়
গগনমুখী অবিস্মরণীয় বাণীতে জীবনপনে।
জাত পাতের নেই ভেদাভেদ
ধর্মের-কর্মের--- মনুষ্য সবার ঊর্ধ্বে--
তোমার অমর দর্শন সর্বকালের
সকল সভ্যতার মূল তথ্যে।
কবিবরের সৃষ্টির অস্তিত্ব উদ্ভাসিত
বিশ্ব প্রাসঙ্গিকতায় স্মরণীয় বরণীয়,
ক্রান্তিলগ্নে ধরায় তোমার আবির্ভাব--
উল্কাপিণ্ড,নক্ষত্রের আলোক বিচ্ছুরণীয়।
ভৌগলিক সীমারেখায়,প্রেক্ষিতে নয়
সার্বজনীনতায়,সর্বগ্রাহ্যতায় তোমার
অমরত্ব সকল দেশের,সকল কালের,
অহর্নিশি ডুবে যায় আত্মা আমার
দ্যুতিময় সৃজনের জৌলুষ প্রভাকরে।
কবিতাটির
সর্বস্বত্ব সংরক্ষিত
গুগোলে।
ঢাকা, বাংলাদেশ।