❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ #ভালবাসার_ঋণ✍কলমে- শৈলেন মন্ডল৩১/০৫/২০২৩🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹এজন্মের হিসেবটা এজন্মেই মেটাতে হবে জানি প্রিয়া।
চোখের চোয়াল ভেঙ্গে আবেগের কথকতা গড়িয়ে পড়ে বিভীষিকাময় হবে জানি।
তোমার কাছে ভালবাসার ঋণের পাথরটা …
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
#ভালবাসার_ঋণ
✍কলমে- শৈলেন মন্ডল
৩১/০৫/২০২৩
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
এজন্মের হিসেবটা এজন্মেই মেটাতে হবে জানি প্রিয়া।
চোখের চোয়াল ভেঙ্গে আবেগের কথকতা গড়িয়ে পড়ে বিভীষিকাময় হবে জানি।
তোমার কাছে ভালবাসার ঋণের পাথরটা আজ পাহাড়ের রূপান্তরিত রূপ।
অশেষ কৃচ্ছসাধনের পান মশলা দিয়ে ভালবাসার ঋণটাও মিটিয়ে দিয়ে যাবো উপসংহারনামায়- এ জন্মেই।
বোবা কান্নারা আজ কঠিন বাস্তবের কষাঘাতে মেঘভাঙ্গা রোদ্দুরের মতো মিচকে হাসির সম্পর্কের চাদর জড়িয়ে উপহাসের হাসি হাসে।
আগল ভাঙ্গা মনের দরজাটাও আজ আর হিসেব রাখে না তীর বেঁধা পাখির না গান গাইতে পারার অব্যক্ত যন্ত্রনাটার।
ক্লান্ত ডানা ঝাপটানো পাখীটাও আজ আর ভালবাসার সামাজিকতার অজুহাতে ক্রোধী আসমানী মেঘের সীমানা অতিক্রম করতে চায় না।
উদার প্রকৃতিও আজ তার নিয়ন্ত্রনে নেই। সেও আর রামধনুর রঙ নিয়ে সাজে না অপার বিহ্বল বৈভবতায়।
সময়ের প্রেক্ষাপটও হিসেব মেলায় না রুক্ষ শুষ্ক কঠিন বাস্তবতা নিয়ে।
তবুও অসীম ভালবাসার ঋণের দায়ভার মনে গ্রাস করে বার বার প্যাঁচ কষা লাটাই ঘুড়ির পারস্পরিক সম্পর্ক নিয়ে।
হয়তো বা আজীবনই ভালবাসায় ঋণী হয়ে থেকে যাবো তোমার কাছে মনের গহীনে অব্যক্ত যন্ত্রনা নিয়ে।
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
#নতুন_পৃথিবী
©✍ কলমে- শৈলেন মন্ডল
২৫.০৫.২০২০
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
তোমার মনের গহীনে আর এক নতুন পৃথিবীর বসবাস।
শতেক দুঃখ ভুলতে সেখানে আমি করি অবাধ যাতায়াত।
যখন ভালবাসায় অনাড়ম্বরহীনতা প্রকাশ পায় তখন করি তোমার পৃথিবীতে অলস স্বপ্ন বিলাস।
তৃষিত হৃদয় চাতক পাখির মতো বারিধারা চেয়ে উৎকন্ঠার স্নানে স্নাত হয়ে সংগোপনে ভালবাসা যাপনের অপেক্ষায়।
তোমার পৃথিবীতে অন্তর্দহনে কষ্ট মেলাতে যাই বার বার মনের যত্নের অন্বেষণে।
দেখি আর শুধু অবাক হই তোমার শুচিস্মিতা মুখখানি, অপরূপ শান্ত স্নিগ্ধতার ছাপ আর চিরশান্তিতে বেষ্টিত ভালবাসার নিদারুণ অবয়ব পরিমন্ডল।