Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদাতে ভ্যাট নির্মাণ করে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পূর্ণাঙ্গ রূপে কার্যকর করার দাবিতে স্মারকলিপি প্রধান

বাবলু বন্দ্যোপাধ্যায়পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার হল মেচেদা। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, কোলাঘাট বাস স্ট্যান্ড, রেল স্টেশন, বড় মাছ ও পানের আরৎ, নার্সিংহোম প্রভৃতি রয়েছে। অধিবাসীরা আবর্জনা ফেলতে বাধ্য হন মজে যাওয়া সেচ দপ্ত…



বাবলু বন্দ্যোপাধ্যায়

পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার হল মেচেদা। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, কোলাঘাট বাস স্ট্যান্ড, রেল স্টেশন, বড় মাছ ও পানের আরৎ, নার্সিংহোম প্রভৃতি রয়েছে। অধিবাসীরা আবর্জনা ফেলতে বাধ্য হন মজে যাওয়া সেচ দপ্তরের মেছেদা বাঁপুর খালে। আবার কিছু সংখ্যক বর্জ্য ফেলায় ৪১ নম্বর জাতীয় সড়ক মেচেদা সংলগ্ন ওভার ব্রিজের কাছে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের দূষণ অন্যদিকে বাড়ির বর্জনিত দূষণ সব মিলে মেছেদা দূষণ নগরী হয়ে উঠেছে। মেছেদা এলাকায় একটি ভ্যাট নির্মাণ বেশ কয়েক বছর ধরেই অরাজনৈতিক থেকে রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি জানিয়ে আসা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটি এ নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছু হয়নি। শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও অমিত গায়েন কাছে ডেপুটেশন ও স্মারকলিপি দিল। সেই সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ হাজরার নিকট প্রতিলিপি তুলে দেওয়া হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে নারায়ণ চন্দ্র নায়েক বলেন বর্জ্য জনিত দূষণ থেকে মেচেদা কে থাকে রক্ষা করতে হবে। মেচেদায় অবিলম্বে একটি বড় ধরনের ভ্যাট তৈরি করা না হলে আগামী দিনে আবার বিডিও ও সভাপতির নিকট ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হবে। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালী শংকর পাত্র, সুব্রত দাস, হেয়াতুল হোসেন প্রমূখ।