মোকা যে কখন মোচা হয়ে গিয়েছিলো তা বোঝার আগেই ফেসবুক জুড়ে মোচার ঘন্ট তৈরির প্রিপেরেশনে মেতেছিল আপামর বাঙালী।তবে মৌসম.ভবন সে সম্ভাবনার আচলে জল ঢেলে দিলো। মোকা আসছে না বাংলায়।তবে সে যাবে বাংলাদেশ। 2020 তে আমফান 2021 এর ইয়াসের ভ্র…
মোকা যে কখন মোচা হয়ে গিয়েছিলো তা বোঝার আগেই ফেসবুক জুড়ে মোচার ঘন্ট তৈরির প্রিপেরেশনে মেতেছিল আপামর বাঙালী।তবে মৌসম.ভবন সে সম্ভাবনার আচলে জল ঢেলে দিলো।
মোকা আসছে না বাংলায়।তবে সে যাবে বাংলাদেশ। 2020 তে আমফান 2021 এর ইয়াসের ভ্রুকুটি আজও দাগ কেটে যায় মননে।
বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে মোকা ল্যান্ডফল করবে এমনই সম্ভাবনা আশঙ্কা করছেন আবহবিদরা।তবে ঝড় চলে নিজের খেয়াল খুশিতে।সে যে পথেই যাক ক্ষয় ক্ষতি কম হলেই বাঁচোয়া।
তরুণ চট্টোপাধ্যায।