ব্রেকিং
*ময়না কাণ্ডে আসামিদের চিনিয়ে দিলো মৃত বিজয় কৃষ্ণ ভূঁইয়ার স্ত্রী লক্ষী ভুঁইয়া। তমলুক উপ সংশোধনাগারে র ভেতরে ধৃতদের নিয়ে টি আই প্যারেড হলো। উপস্থিত ছিলেন লক্ষী ভুঁইয়া, তার বোন,জামাই, সহ কেন্দ্র বাহিনীর দুজন একজন রাজ্য পুলি…
ব্রেকিং
*ময়না কাণ্ডে আসামিদের চিনিয়ে দিলো মৃত বিজয় কৃষ্ণ ভূঁইয়ার স্ত্রী লক্ষী ভুঁইয়া। তমলুক উপ সংশোধনাগারে র ভেতরে ধৃতদের নিয়ে টি আই প্যারেড হলো। উপস্থিত ছিলেন লক্ষী ভুঁইয়া, তার বোন,জামাই, সহ কেন্দ্র বাহিনীর দুজন একজন রাজ্য পুলিশের মহিলা। শুধুমাত্র উপ সংশোধনাগারে র ভেতরে ঢুকতে দেওয়া হয় লক্ষী ভূঁইয়া কে। সনাক্তকরণের পর লক্ষ্মী ভূঞা বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন।
'' ঘটনার দিন কারা কারা ছিল তা স্বশরীরে হাত দিয়ে চিনিয়ে দেন লক্ষী দেবী। লক্ষ্মী ভূঁইয়া বলেন আমার স্বামীর খুনিদের দেখলাম, তাদের আমি চিনিয়ে দিলাম। তিনজনকে দাঁড় করিয়ে আমাকে জিজ্ঞাসা করতেই আমি গায়ে হাত দিয়ে দেখিয়ে দিলাম এরাই সেদিন আমার স্বামীকে মেরেছিল। উপ সংশোধনের গাড়ির ভেতরে ছিলেন তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ এবং একজন ম্যাজিস্ট্রেট।