Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে কার্যকারিনী সভা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার বিভিন্ন স্থানে

বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকতমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত গুলিকে স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে তমলুক সাংগঠনিক জেলার বিভিন্ন স্থানে মন্ডল কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হতে দেখা গেল রবিবার। পঞ্চায়েত …



বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক

তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত গুলিকে স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে তমলুক সাংগঠনিক জেলার বিভিন্ন স্থানে মন্ডল কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হতে দেখা গেল রবিবার। পঞ্চায়েত স্তরে শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষদের সামনে রেখে বিজেপির এই কার্যকরণী বৈঠক আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে বিশেষ ভাবে গুরুত্ব বহন করছে বলে জানা যাচ্ছে। এই বৈঠক থেকে দলীয় কর্মী সমর্থকদের পঞ্চায়েত নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কি ভূমিকা হবে সেই পরামর্শই দেওয়া হচ্ছে বলে জানা গেছে। কোলাঘাট মন্ডল বিজেপির উদ্যোগে বৈষ্ণবচক অঞ্চল বিজেপির সহযোগিতায় কাশিগড়ি প্রাইমারি স্কুলের সামনে রবিবার অনুষ্ঠিত হলো এমনই এক কার্যকারণী সভার বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক দেবব্রত পট্টনায়ক, সংখ্যালঘু মোর্চার বিজেপির সভাপতি শেখ সাদ্দাম হোসেন, মন্ডল সভাপতি বিশ্বনাথ রাম, এসসি মোর্চার সভাপতি বিশ্বজিৎ কয়াল ও সোমনাথ দাস। বৈঠক থেকে উর্মি সমর্থকদের বেশ কয়েকটি গাইডলাইন বেঁধে দেওয়া হয় আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য। অন্যদিকে তমলুক সাংগঠনিক জেলার ময়না বিধানসভার ময়না মন্ডল ২ এর কার্যকারিনী বৈঠক আনন্দপুর গ্রামে অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সুকুমার দাস, বিজেপির অন্যতম নেতৃত্ব নিমাই গুড়িয়া উত্তম জানা আকাশ জানা প্রমুখ নেতৃত্ব। এছাড়া সাংগঠনিক জেলার আরো বেশ কয়েকটি স্থানে আজকের দিনে এই কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক গুলিতে কর্মী সমর্থকদের ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানান।