সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : চোখ জুড়ে মেখলা কলমে : শক্তিপদ ঘোষতারিখ : ২৪ , ০৫ ,২০২৩
পথ খুঁজছি , পথ পাইনি , পথ গিয়েছে বনে ,মনের হল বনবাস , গিয়েছে নির্বাসনে ;নির্বাসিত মন , দূরের সাগরে একটা দ্বীপ ,দ্বীপের গায়ে ঢেউ ছু…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা : চোখ জুড়ে মেখলা
কলমে : শক্তিপদ ঘোষ
তারিখ : ২৪ , ০৫ ,২০২৩
পথ খুঁজছি , পথ পাইনি , পথ গিয়েছে বনে ,
মনের হল বনবাস , গিয়েছে নির্বাসনে ;
নির্বাসিত মন , দূরের সাগরে একটা দ্বীপ ,
দ্বীপের গায়ে ঢেউ ছুঁড়ে যায় কে সে' নাবিক ?
দেখতে দেখতে হারিয়ে যায় জাহাজের মাস্তুল ,
একটা পাখি মাস্তুলে বসে খুঁজে বেড়ায় কূল ;
জানেই না সেই পাখি কোন দেশে তার দেশ ,
দীপ একটা জ্বেলে রাখি দেখুক এক নিমেষ ।
সাঁঝ নামলে সাগর ঢাকে নিবিড় অন্ধকার ,
সেই সে' আঁধারে একলা মনে বাজে সুরবাহার ;
সুরের টানে সুরসায়রে উথলে ওঠে ঢেউ ,
রাত্রি একা নীরবে শোনে , আর শোনে না কেউ ।
আঁধার যেন আঁধার নয় , গন্ধ এলোচুল ,
বাতাসে বাস বিলায় কোন বাগিচার ফুল ?
দূরের পানে চেয়ে দেখি জানালা খুলে রেখে ,
রাত্রি এমন কেউ কোথাও আছে না কি জেগে ?
চোখে দেখি না কোনদিকে , কোনও দ্বীপে দীপ-জ্বলা ,
ঘ্রাণ জুড়ে চুলের গন্ধ , চোখ জুড়ে মেখলা ;
চোখ-তারাতে পাখির বাসা , বাসা পাখির চোখ ,
বাসার মধ্যে দু'টো পাখি , ঠোঁটের মধ্যে ঠোঁট ।
মনের থেকে মনপিয়াসী কোথায় গেছে চলি' ,
মনের তারে বেঁধে দিয়ে মনের পদাবলী ;
আঁধারে আঁধার , আলোতে আলো হয়ে আমাকে ,
কথায় সুরে নিয়ত এমনই জড়িয়ে থাকে ।
-----------------------------------------------------------------