Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু অভিযোগ শুভেন্দু অধিকারীর কনভয়ের বিরুদ্ধে

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুকে কেন্দ্র করে রাতভর আগুন জ্বালিয়ে অবরোধ জাতীয় সড়ক। অভিযোগ শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় ওই যুবকের মৃত্যু। চন্ডিপুর থানায় লিখিত অভিযোগ মৃতের বাবার।
বৃহস্পতিবার রাত্রি প্রায় ১০.১৫টা নাগাদ দিঘা …

 




সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুকে কেন্দ্র করে রাতভর আগুন জ্বালিয়ে অবরোধ জাতীয় সড়ক। অভিযোগ শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় ওই যুবকের মৃত্যু। চন্ডিপুর থানায় লিখিত অভিযোগ মৃতের বাবার।


বৃহস্পতিবার রাত্রি প্রায় ১০.১৫টা নাগাদ দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের চন্ডীপুরের কাছে একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন স্থানীয় এক যুবক। সাইকেলে চেপে ওই যুবক সেই সময় রাস্তা পারাপার করছিলেন। মারাত্মক যখম অবস্থায় ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম সেক ইসরাফিল (৩৩)। তিনি চন্ডীপুরের ভৈরবপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।



তবে এই ঘটনা কিছু সময় বাদেই অন্যদিকে মোড় নেয় যখন স্থানীয় বাসিন্দারা অভিযোগ আনেন, এই দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায়। কনভয়ের সামনের দিকে থাকা গাড়ির ধাক্কাতেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এরপরেই স্থানীয়রা রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ দেখাতে থাকে। শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবীতেও সরব হতে দেখা যায় স্থানীয় কয়েকজন বাসিন্দাকে।


এই ঘটনার জেরে ১১৬বি জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। দিঘা গামী বহু গাড়ি সার দিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত চন্ডীপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। সেই সঙ্গে তাঁর সাইকেলটিকেও তুলে নিয়ে গিয়েছে।




মৃতের বাবা সফিরুদ্দিন খান চন্ডিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।