তমলুক: গত ২৯ শে এপ্রিল তমলুকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিকাঠামো দেখতে এসে এজেন্সিকে ধমক দিয়েছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।জানিয়ে ছিলেন দ্রুত নির্মাণ কাজ শেষ করতে হবে। বৃহস্পতিবার আবার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ পরি…
তমলুক: গত ২৯ শে এপ্রিল তমলুকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিকাঠামো দেখতে এসে এজেন্সিকে ধমক দিয়েছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।জানিয়ে ছিলেন দ্রুত নির্মাণ কাজ শেষ করতে হবে। বৃহস্পতিবার আবার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ পরিদর্শন ও বৈঠকে এসে জেলাশাসক পূর্ণেন্দু মাজি মেডিক্যাল কলেজের অসমাপ্ত নির্মাণ কাজ বর্ষার আগে শেষ করতে হবে।
সেই সাথে ঠিকঠাক হচ্ছে কিনা যেমন জানেন তেমনি স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠকেও বসেন জেলাশাসক। জেলায় বাড়ছে দুর্ঘটনা, সামনে ঘূর্ণিঝড় মোকার পূর্বাভাস স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক রয়েছে কি না তা তিনি জানেন। গত এক বছর আগে তমলুকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে চালু হয়। সেই কলেজের সম্পূর্ণ পরিকাঠামো এখনো গড়ে ওঠেনি।
এজেন্সি কাজের বরাত পেলেও কাজে গড়িমসি দেখা দিচ্ছিলো। জেলাশাসক নিজে গিয়ে এজেন্সিদের দ্রুত নির্মাণ কাজ শেষ করার কথা জানায়। জেলাশাসকের নির্দেশের পর নির্মাণ কাজ চলছে জোর কদমে। কলেজের সমস্ত পরিকাঠামো গড়ে উঠলে স্বাস্থ্য পরিষেবা আরও সুন্দর হয়ে উঠবে।
এদিন পরিদর্শনে জেলাশাসকের পাশাপাশি বৈঠকে জেলাশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা শাসক বুদ্ধদেব পান, তাম্রলিপ্ত পৌরসভা চেয়ারম্যান দীপেন্দ্র নারায় রায়, রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান চিত্ত মাইতি সহ তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।