তমলুক: আগামী পঞ্চায়েত নির্বাচন ও ২৪ শে লোক সভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় জনজোয়ার কর্মসূচি গ্রহন করে চলেছে। চলতি মাসে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের জ…
তমলুক: আগামী পঞ্চায়েত নির্বাচন ও ২৪ শে লোক সভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় জনজোয়ার কর্মসূচি গ্রহন করে চলেছে। চলতি মাসে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের জনজোয়ার কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে। সেই কর্মসূচিকে সফল করতে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার দুটি সাংগঠনিক জেলা তমলুক সাংগঠনিক জেলা ও কাঁথি সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে তমলুকে দলীয় কার্যালয়ে বৈঠক করেন রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া। মানসবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের অপর মন্ত্রী মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেনকুমার মহাপাত্র, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুন মাইতি,যুব সভাপতি সুপ্রকাশ গিরি, তরুন জানা সহ অন্যান্যরা।
পঞ্চায়েত নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে রাজ্যজুড়ে তৃণমূলের যে জনজোয়ার কর্মসূচি গ্রহন করা হয়েছে সেই কর্মসূচি যাতে সুন্দরভাবে করা যায় তার জন্য আগে থেকে জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠক করা হয়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আসার আগে জেলার কর্মী সমর্থকেরা যাতে একজোট হয়ে কাজ শুরু করে তার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আগামীকাল সন্ধ্যায় আবার বৈঠক হবে।