বাবলু বন্দোপাধ্যায়। তমলুকসাম্প্রতিক প্রবল ঘূর্ণিঝড়ে পূর্ব মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে তিন দফা দাবিতে জেলা শাসক অফিসে ডেপুটেশন দিল বৃহস্পতিবার। দাবি গুলির মধ্যে ক…
বাবলু বন্দোপাধ্যায়। তমলুক
সাম্প্রতিক প্রবল ঘূর্ণিঝড়ে পূর্ব মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে তিন দফা দাবিতে জেলা শাসক অফিসে ডেপুটেশন দিল বৃহস্পতিবার। দাবি গুলির মধ্যে কোলাঘাট ব্লকের শ্রীধরবসন গ্রামের মৃত আশরাফ খানের পরিবারকে অত্যন্ত পাঁচ লক্ষ টাকা সাহায্য, ঝড়ে আহত চিকিৎসাধীন ব্যক্তিগণকে উপযুক্ত সাহায্য প্রদান, ক্ষতিগ্রস্ত সমস্ত গৃহের মালিককে উপযুক্ত ক্ষতিপূরণ, সহ ফুল পান চাষীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও স্মারকলিপিতে যুক্ত করা হয়। প্রতিনিধি দলে ছিলেন দলের পূর্ব মেদিনীপুর জেলার উত্তর সাংগঠনিক কমিটির সম্পাদক প্রণব মাইতি, প্রদীপ দাস, সুব্রত দাস, নারায়ণ চন্দ্র নায়ক, সনাতন গিরি ,অনুপ মাইতি প্রমুখ। উল্লেখ করা যায় এবারের মাত্র তিন চার মিনিটের কালবৈশাখীর ঝড় টিন টালি আ্যজবেস্টারের বহু বাড়ির চাল উড়ে গিয়েছে। অসংখ্য বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। রজনীগন্ধা মোগরা গোল্ডেন রড ও গাঁদা, দোপাটি প্রকৃতি ফুলের গাছ ও ভীষণভাবে নষ্ট হয়েছে। পানের বরোজের ক্ষতির দিকটা ও কম নয়।.