গতকাল পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানায় এলাকার বাকচায় তৃণমূল নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে অপহরণ করে খুন করে এমনটাই অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে গতকাল পথ অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে রাজ্যের বির…
গতকাল পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানায় এলাকার বাকচায় তৃণমূল নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে অপহরণ করে খুন করে এমনটাই অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে গতকাল পথ অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই ঘোষণা করা হয়েছিল বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ১২ ঘন্টা বন্ধ পালিত হবে। সেইমতো বুধবার সকাল ছয়টা থেকে ময়না ব্লকে বন্ধ শুরু হয়েছে।
পুলিশের সাথে বনধ কর্মীদের বচসা।পুলিশ রাস্তা থেকে বাঁশ দিয়ে ঘেরা এবং রাস্তার উপর চেয়ার পেতে পতাকা লাগানো। ময়না থানার পুলিশ ধেরা বাঁশ সরিয়ে নেওয়া এবং চেয়ার রাস্তা থেকে সরিয়ে নেওয়ার কথা বললে পুলিশের সঙ্গে বসচা শুরু হয়।