সৃষ্টি সাহিত্য যাপন.. আজকাল..... কৌশিকী (১৪/৬/২৩)
আজকাল জীবনের ছকটাশব্দ জব্দের মত জটিললম্বায় গেলে সঠিক হয়না চওড়ায়ঠাওর হয়না ঠিক
আজকাল সবসময় ঘষা কাঁচের মতঅস্পষ্ট লাগে সবটুকু হাতে ধরা কুয়াশার মতহারিয়ে যাচ্ছে আর যাচ্ছে
আজকাল য…
সৃষ্টি সাহিত্য যাপন..
আজকাল.....
কৌশিকী (১৪/৬/২৩)
আজকাল
জীবনের ছকটা
শব্দ জব্দের মত জটিল
লম্বায় গেলে সঠিক হয়
না চওড়ায়
ঠাওর হয়না ঠিক
আজকাল
সবসময় ঘষা কাঁচের মত
অস্পষ্ট লাগে সবটুকু
হাতে ধরা কুয়াশার মত
হারিয়ে যাচ্ছে আর যাচ্ছে
আজকাল
যত সামনে চলি,
ততই দেখি,পিছচ্ছি, আর পিছোচ্ছি
কিছুতেই যেনো সামনে হাঁটা হয়না
আজকাল
না,আজকাল না
আসলে আজকালটাই তো
হাতে ছুঁতে পারি না
যেনো অবোধ দর্শকের মত
না বুঝে শুধু তাকিয়ে থাকি
আজকালটার দিকে
এই সময়,সংসার সরণির গলিপথ
পেরোচ্ছি....
কিন্তু,কিছুই ছুঁতে পারছিনা
আজকাল....