সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম ঃ অবসর জীবন কলমে ঃ শাশ্বতী রায়। ১৪/০৬/২৩অবসরে জীবন সায়াহ্নে দাঁড়িয়েবেলা শেষের গল্প বেশ, কাটে দিন প্রহর গুণে গুণে তবুও কাটেনা অবসরের রেশ।
রাতজাগা পাখি দু'চোখ সঙ্গীবিহীন, নেই তাড়া কর্ম স্থলে ছুটবার।…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম ঃ অবসর জীবন
কলমে ঃ শাশ্বতী রায়।
১৪/০৬/২৩
অবসরে জীবন সায়াহ্নে দাঁড়িয়ে
বেলা শেষের গল্প বেশ,
কাটে দিন প্রহর গুণে গুণে
তবুও কাটেনা অবসরের রেশ।
রাতজাগা পাখি দু'চোখ সঙ্গীবিহীন,
নেই তাড়া কর্ম স্থলে ছুটবার।
বিষন্নতায় ভরে যায় সকালটা
কাটে রোজ অপেক্ষার প্রহর।
খুঁজে বেড়ায় সঙ্গী, মনকথা কয়
এভাবেই চায়ের দোকানে ;
রাস্তার মোড়ে দু'একজন পেলে
বসে গল্প আড্ডায় জমে উঠে।
অনুরাগ ভরা হারানো স্মৃতিতে
রয়ে রয়ে জাগে ব্যথা।
দিন আসে দিন যায়
স্মৃতি এ্যালবামে জমে কথা।
জমাট বাঁধা রুটিনে অভ্যস্ত
জীবনের মলাটে রঙিন দিনগুলো
বেলা শেষে রঙহীন হলো
বিষাদের পেয়ালায় নিয়ন আলো।