সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম - প্রেমের গন্তব্য কলমে - সুব্রত কোলেতারিখ - ১৩. ০৬.২০২৩
আহা! প্রেম আজ এক আশ্চর্য সংস্থা..ফেসবুক, টুইটারে তার কত কী ব্যবস্থা। যে প্রেমে ছিল ভুবন ভোলানো মায়াসেই প্রেমে এখন কামনার কালোছায়া ।যে প্রেমাষ্পদে…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম - প্রেমের গন্তব্য
কলমে - সুব্রত কোলে
তারিখ - ১৩. ০৬.২০২৩
আহা! প্রেম আজ এক আশ্চর্য সংস্থা..
ফেসবুক, টুইটারে তার কত কী ব্যবস্থা।
যে প্রেমে ছিল ভুবন ভোলানো মায়া
সেই প্রেমে এখন কামনার কালোছায়া ।
যে প্রেমাষ্পদে একদিন হৃদয় হত বিগলিত
আজ তা প্রতিহিংসার স্পর্শে ক্ষত বিক্ষত।
শাশ্বত প্রেমের তরী বাওয়ার মত নেই মাঝি
হৃদ-গঙ্গা ঘুরে তারা খেলছে শুধু কানামাছি-
কানামাছি ভোঁ যাকে পাবি তাকে ছোঁ।
আধুনিকতার নামাবলি গায়ে করতে পারলে ডান্স
প্রেম সাগরে ডুবে মরতে তুমিই পাবে প্রথম চান্স।
প্রেম আজ পৌঁছে গেছে ইয়ার্কির আঁধারে
তাই পন্য হয়ে বিকিয়ে যাচ্ছে নরকগামী বাজারে।
আহা! তবুও প্রেম আজ আশ্চর্য সংস্থা..
প্রেমের পিণ্ডি চটকাটে কত কিছু ব্যবস্থা।
যে প্রেম বাসা বাঁধতো কবিতার খাতায়
আজ তা পৌঁছে গেছে বায়োলজির পাতায়।