Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম- আমি চাইকলমে - অরবিন্দ মাজী১৮/০৬/২০২৩
অনেক কিছু পেয়েছি আমিমেলেনি বহু কিছু, না মেলার যন্ত্রনা নিয়ে তবুওছুটিনি কারও পিছু। 
ঠকেছি যে আমি জীবনভর বলতে চাইনা সেটা, কোনরকম আক্ষেপটা নেইবিনষ্ট হয়েছে যেটা। 
যারা …

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম- আমি চাই

কলমে - অরবিন্দ মাজী

১৮/০৬/২০২৩


অনেক কিছু পেয়েছি আমি

মেলেনি বহু কিছু, 

না মেলার যন্ত্রনা নিয়ে তবুও

ছুটিনি কারও পিছু। 


ঠকেছি যে আমি জীবনভর 

বলতে চাইনা সেটা, 

কোনরকম আক্ষেপটা নেই

বিনষ্ট হয়েছে যেটা। 


যারা ঠকিয়েছে তারা সবাই

থাকুক ভীষণ ভালো, 

জীবনে তারা যেন না দেখে

সঘন আঁধার কালো। 


সবাই তারা ভালো থাকুক

সেটাই আমি চাই, 

ব্যথাটা আমারও সারবেই

ভয়টা পাইনা তাই।