#এলোমেলো_কথামালা#কুহেলী_মুখার্জী
আলোকবর্ষ হেঁটে চলা আলপথে
বিছিয়ে থাকা চোরকাঁটাগুলো
কে যেন প্রাণপণে সরিয়ে ফেলে একান্তে নিভৃতে।
রাত পোহালেই আর এক পিতৃপক্ষ।।
অথচ আমার পিতৃপক্ষের অবসান হয় না কোনদিন
আকাশগঙ্গার পথ বেয়ে একান্তে …
#এলোমেলো_কথামালা
#কুহেলী_মুখার্জী
আলোকবর্ষ হেঁটে চলা আলপথে
বিছিয়ে থাকা চোরকাঁটাগুলো
কে যেন প্রাণপণে সরিয়ে ফেলে একান্তে নিভৃতে।
রাত পোহালেই আর এক পিতৃপক্ষ।।
অথচ আমার পিতৃপক্ষের অবসান হয় না কোনদিন
আকাশগঙ্গার পথ বেয়ে একান্তে নিভৃতে হেঁটে চলে
আমার পিতৃপক্ষ আর দেবীপক্ষ পাশাপাশি ।
ফেলেবেলায় রেখে আসা মেয়েলি ঘরকন্না আর
পুতুলের সংসারের পাশাপাশি সহাবস্থান করে
আমার মেয়েবেলার ডায়েরী পরম সযত্নে।।
ভুল বানান ঠিক করার পাশাপাশি যেখানে পাঠ
হাতের লেখার উন্নতির আর নিত্যনতুন কলমের।
মারামারিতে সায় না দিলেও মনে মনে জানতে
এ মেয়ে তোমার যুদ্ধক্ষেত্রে রণচন্ডী।
বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনীও সে ছাড়তে শেখেনি--
তাই বুঝি আগলে রাখতে চাওয়ার মুহূর্তগুলো
বড্ড দামি আমার কাছে।
জানি তুমি ছিলে, আছো আর থাকবে প্রতিক্ষেত্রে।।
পৃথিবীর সব বাবাদের উদ্দেশ্যে আমার ছোট্ট নিবেদন।ভালো থাকুন সব বাবারা ।