Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
#ছোটোদের_ছড়া#শিরোনাম_খুকুর_ইচ্ছে#লেখা_মালবিকা_পাণ্ডা#তারিখ_ ১৭/০৬/২০২৩
আয় না দুজন বন্ধু হব,করবো অনেক মজা । আমি তোর রানী হব,তুই হবি মোর রাজা । দুজনাতে উড়ে যাবো পক্ষী রাজে চড়ে ,খাল বিল পেরিয়ে দূরে তেপান্তরে …

 


সৃষ্টি সাহিত্য যাপন 


#ছোটোদের_ছড়া

#শিরোনাম_খুকুর_ইচ্ছে

#লেখা_মালবিকা_পাণ্ডা

#তারিখ_ ১৭/০৬/২০২৩


আয় না দুজন বন্ধু হব,

করবো অনেক মজা । 

আমি তোর রানী হব,

তুই হবি মোর রাজা । 

দুজনাতে উড়ে যাবো 

পক্ষী রাজে চড়ে ,

খাল বিল পেরিয়ে 

দূরে তেপান্তরে ।

তেপান্তরের মাঠ পেরিয়ে 

সাত সাগরের পারে ,

নেচে গেয়ে দিন কাটাবো

সুরে বেসুরে ।

উড়ে যাবো তুই আমি ,

দূর আকাশের দেশে 

 সাদা মেঘের সনে যেথায় 

পাহাড় এসে মেশে । 

বৃষ্টি এলে ভিজবো দুজন ,

মনের উল্লাসে ।

ছোট্ট নীড়ে  বাঁধবো ঘর 

থাকবো ভালোবেসে।


   মালবিকা

১৭/০৬/২০২৩