Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

(সৃষ্টি সাহিত্য যাপন)
#নির্বিকার_সময়
@দীপক মুখোপাধ্যায়১৩৷০৬৷২০২৪
যখন সেই কান্না শোনার কেউ থাকে না আপনিই থেমে যায় সে কান্না রোদ উঠলে যেমন শুকিয়ে যায় শিশির শ্যামল ছায়া থেকেমনের ভিতর কড়া নাড়ে কেউ সারাক্ষণ খুলি না সব দরজা জানাল…


 (সৃষ্টি সাহিত্য যাপন)


#নির্বিকার_সময়


@দীপক মুখোপাধ্যায়

১৩৷০৬৷২০২৪


যখন সেই কান্না শোনার কেউ থাকে না 

আপনিই থেমে যায় সে কান্না 

রোদ উঠলে যেমন শুকিয়ে যায় শিশির শ্যামল ছায়া থেকে

মনের ভিতর কড়া নাড়ে কেউ সারাক্ষণ 

খুলি না সব দরজা জানালা 

চেপে রাখি সব উচাটন 


মন কি তবুও কথা শোনে 

অতলে তলিয়ে যেতে চায় ক্ষণে ক্ষণে সেও

কি যে সুখ পায় এই নির্বিকার সময়ে 

জলের ভিতর থাকি 

কান্না কে দেখে, কে বোঝে?

শব্দেরা কান্না চেপে রাখতে পারে না তবুও। 


মন তো সহজ সরল শব্দ খোঁজে 

পরিপূর্ণ নিটোল পয়োধরের মতো 

শব্দের মায়াবী আলোয় দেখি মনের বিপুল তরঙ্গ 

নিঃশব্দে দাঁড়িয়ে থাকে আমারই কঠিন আত্মা এক খলনায়কের মতো 

আমার সামান্য ভুলেই হাসি পায় তার

আমার কান্না দেখেও সে নির্বিকার। 


যথেচ্ছ অশরীরী কিছু করে চলাচল  আমার আত্মাকে ঘিরে

ফল্গু নদীর কাছে ব'সে থাকি পিণ্ডদান সেরে 

কারো সময় নেই কারো কথা শোনার 

তবুও কান্না আসে 

থরে বিথরে 

রাজপথ জনপদ জুড়ে।


******


********