তরুণ চট্টোপাধ্যায় অল ইন্ডিয়া পি এন বি পেনসনারস এন্ড রিটায়ারই এসোসিয়েশনের কলকাতা ওয়েস্ট সার্কেলের প্রথম জেনারেল বডি সভা অনুষ্ঠিত হল আজ হাওড়ার শরৎ সদনে।ব্যাঙ্ক কর্মীরা এদিন সকাল থেকেই সদন মুখী। অবসর নেওয়া কর্মীদের সঙ্গে চা…
তরুণ চট্টোপাধ্যায়
অল ইন্ডিয়া পি এন বি পেনসনারস এন্ড রিটায়ারই এসোসিয়েশনের কলকাতা ওয়েস্ট সার্কেলের প্রথম জেনারেল বডি সভা অনুষ্ঠিত হল আজ হাওড়ার শরৎ সদনে।
ব্যাঙ্ক কর্মীরা এদিন সকাল থেকেই সদন মুখী। অবসর নেওয়া কর্মীদের সঙ্গে চাকুরীরত কর্মীরাও আজ উপস্থিত ছিলেন।
ব্যাঙ্ক কর্মীদের নানা দাবিদাওয়ার সঙ্গেই জড়িত অবসরপ্রাপ্ত কর্মীদের দাবি সমূহ। আজ যিনি চাকুরির আঙিনায় আগামী দিনে তিনি অবসর নিবেন কালের নিয়মেই। ফলে দাবি আলাদা হতে পারে না। বিভিন্ন বক্তব্য থেকে সে কথাই উঠে এলো।
অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন সুপ্রীতি সরকার ও অশোক দে।
দুজনের বক্তব্যের মূল প্রসঙ্গ ছিল,পেনশন রিভিউ,মেডিক্লেম, ও বর্তমান সামাজিক প্রেক্ষাপট।
সার্কেল সম্পাদক তরুণ তরফদার সহ বিভিন্ন নেতৃত্ব এদিন বক্তব্য রাখলেন।
এদিন সভায় অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী তরুণ চট্ট্যোপাধ্যায় এর লেখা "ব্যাঙ্ক কর্মীর অকথিত ধারাভাষ্য" বইটি নিয়েও আলোচনা উঠে আসে।
ধন্যবাদ জ্ঞাপন করেন শুভাশিস গোস্বামী।