দেবাঞ্জন দাহ; ২৯ জুন: ন্যাশনাল সেন্টার ফর গুড গর্ভনেন্স (এনসিজিজি) মালদ্বীপ সরকারের সঙ্গে এক সমঝোতাপত্র স্বাক্ষর করে। সমঝোতাপত্র অনুযায়ী ২০২৪ সালের মধ্যে জন প্রশাসন ও সরকারী কাজের জন্য সে দেশের ১০০০ জন সিভিল সার্ভেন্টের দক্ষত…
দেবাঞ্জন দাহ; ২৯ জুন: ন্যাশনাল সেন্টার ফর গুড গর্ভনেন্স (এনসিজিজি) মালদ্বীপ সরকারের সঙ্গে এক সমঝোতাপত্র স্বাক্ষর করে। সমঝোতাপত্র অনুযায়ী ২০২৪ সালের মধ্যে জন প্রশাসন ও সরকারী কাজের জন্য সে দেশের ১০০০ জন সিভিল সার্ভেন্টের দক্ষতা বিকাশ ঘটানো হবে। বিদেশ মন্ত্রকের সঙ্গে অংশীদারিত্বে দু’সপ্তাহের দক্ষতা বিকাশ সংক্রান্ত ২৪ তম ব্যাচের কর্মশালা ২৩শে জুন সফল্ভাবে শেষ হয়েছে। এনসিজিজি ইতিমধ্যেই ৬৮৫ জন আধিকারিককে প্রশিক্ষণ দিয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতিবেশী প্রথম কর্মসূচির আওতায় মালদ্বীপের সাভিল সার্ভেন্টদের দক্ষতা বিকাশের উদ্যোগটি নেওয়া হয়।
এনসিজিজি –র নির্দেশক ভরত লালা কর্মশালার সমাপ্তি অধিবেশনে পৌরোহিত্য করেন। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকদের বলেন, এই কর্মশালায় যে প্রশিক্ষণ তারা পেয়েছেন, তার সাহায্যে ইতিবাচক পরিবর্তন ও সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে তাদেরকাজ করতে হবে. বিকাশশালী অর্থনীতি, উদ্ভাবনী মানসিকতা, উৎপাদনশীলতা এবং প্রতিযোগিতা মনস্ক কর্মকান্ডের মূল চালিকাশক্তি হল শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ। তিনি মহিলাদের সুবিধার জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব দেন। কর্মশালার কোর্স কো-অডিনেটর ড. বি এস বিশ্ত জানান, প্রশাসনিক কাজের ধারার পরিবর্তন হচ্ছে। বর্তমানে বিভিন্ন জন অভিযোগের নিষ্পত্তি ও নজরদারী কেন্দ্রীয় স্তরে করা হচ্ছে। এই পাঠক্রমে তিনি ছাড়াও সহকারী কোর্স কো-অডিনেটর ড. সঙ্গীত শর্মা ছিলেন। তাঁরা কর্মশালায় অংশগ্রহণকারীদের একটি সর্বাঙ্গীন শিক্ষণ পদ্ধতির সাহায্যে প্রশিক্ষণ দেন।
সূত্র: পি আই বি