Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবিপিটিএ-এর উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবসে,চে গুয়েভারার জন্মদিনে,প্রয়াত শিক্ষক নেতৃত্ব নেপাল ঘোষ স্মৃতি রক্তদান শিবির...

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর......নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি(এবিপিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে বুধবার ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবসে,চে গুয়েভারার জন্মদিনে, প্রয়াত নেপাল ঘোষ স্মৃতি  রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।প্রসঙ…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর......নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি(এবিপিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে বুধবার ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবসে,চে গুয়েভারার জন্মদিনে, প্রয়াত নেপাল ঘোষ স্মৃতি  রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত উল্লেখ্য গত ২০১৭ সালের ১৪ জুন শিক্ষক নেতৃত্ব নেপাল ঘোষ প্রয়াত হন।

শিক্ষা ও শিক্ষক আন্দোলনের প্রবাদপ্রতিম নেতৃত্ব নেপাল ঘোষের কর্মধারাকে অক্ষুণ্ন রাখতে প্রতি বছর মেদিনীপুর শহরস্থিত বার্জটাউনে পশ্চিম মেদিনীপুর জেলা শাখার কার্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এ বছর( ২০২৩)  ৪ জন মহিলা সহ ৬৩ জন রক্তদান করেন।


শিবির উদ্বোধন করেন অবিভক্ত নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির অবিভক্তমেদিনীপুর জেলার প্রাক্তন সম্পাদক মাণিকলাল সেনগুপ্ত। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক তথা পশ্চিম মেদিনীপুর জেলার ভূতপূর্ব জেলা সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল, পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সন্দীপ ঘোষ, সভানেত্রী প্রীতিকণা গোষ্বামী।‌রক্ত সংগ্রহে ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বিশ্ব উষ্ণায়নরোধে ও সবুজায়নের বার্তা দিতে প্রতি রক্তদাতাকে একটি করে চারাগাছ প্রদান করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার ৫১ টি চক্রের প্রায় প্রতি চক্র থেকে শিক্ষক-শিক্ষিকারা রক্তদান করেন।রক্তদাতাদের উৎসাহিত করতে পশ্চিম মেদিনীপুর জেলা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের চেয়ারম্যান অসীম ধর, সদস্য রাণাপ্রতাপ সেন, ফাকরুদ্দিন মল্লিক, জগদীশ মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন।


সংগঠনের জেলা সম্পাদক সন্দীপ ঘোষ জানান," প্রতি বছর এ রক্তদান কর্মসূচি উৎসবের চেহারা নেয়। জেলাকেন্দ্রে কেন্দ্রীয়ভাবে এই শিবির  সংগঠিত হবার পাশাপাশি প্রতি চক্রে বিভিন্ন দিবসকে সামনে রেখে রক্তদান শিবির আয়োজন হয়ে আসছে। আমরা বছরভর স্বাস্থ্য-শিক্ষা-সংস্কৃতির  বিভিন্ন ক্ষেত্রে আমাদের  সংগঠনের ওর ভুমিকা অত্যুজ্বল করে তুলতে প্রচেষ্টা জারি রাখি।"