Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে রেল দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া রেল ক্রসিং এ অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ এবং তা না হওয়া পর্যন্ত লাইনের উত্তর দিকে লাইন বরাবর তমলুক পুল পর্যন্ত বিকল্প লিংক রোড তৈরি ,কনকপুরে টিকিট কাউন্টার চালু সহ …



বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া রেল ক্রসিং এ অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ এবং তা না হওয়া পর্যন্ত লাইনের উত্তর দিকে লাইন বরাবর তমলুক পুল পর্যন্ত বিকল্প লিংক রোড তৈরি ,কনকপুরে টিকিট কাউন্টার চালু সহ একাধিক দাবিতে শুক্রবার রেল দপ্তরের পাঁশকুড়া অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার নিকট গন ডেপুটেশন কর্মসূচিতে শামিল হল নাগরিক প্রতিরোধ মঞ্চ। প্রায় দুই শতাধিক নাগরিক এই কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন নাগরিক প্রতিরোধ মঞ্চ পাঁশকুড়া শাখার সভাপতি দেবদুলাল ঘোড়াই, যুগ্ম সম্পাদক তপন নায়ক, ও ফিরোজ খান সুনীল জানা প্রমুখ। অভিযোগ পাঁশকুড়া রেল ক্রসিংয়ে গেট একবার বন্ধ হলে ৩০ মিনিট থেকে এক ঘন্টা খুলে না। নিত্যপ্রয়োজনে আসা মানুষজন ঘাটাল রুটের বাসযাত্রী থেকে পীতপুর হাসপাতালে যাওয়ার রোগী সবাইকে দীর্ঘ সময় গেট আটকে থাকতে হয়। এলাকার মানুষের দাবি রেলগেটে ফ্লাইওভার নির্মাণের। কনকপুরে কোন টিকিট কাউন্টার না থাকায় ঘাটাল মহকুমার ট্রেন যাত্রীদের বিপদের ঝুঁকি নিয়ে রেললাইন পেরিয়ে টিকিট কাটতে যেত হয় ।স্টেশনে পর্যন্ত ফুট ওভার ব্রিজ তৈরি করার কাজ শুরু হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে ।স্টেশন থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত কোন ড্রেন না থাকায় বর্ষায় ওই রাস্তার প্রায়ই জল জমে থাকে যাত্রীদের জল পেরিয়ে যাতায়াত করতে হয়। দূরপাল্লার ট্রেন গুলি পাঁশকুড়া জংশন স্টেশন হওয়া সত্ত্বেও পাঁশকুড়ায় দাঁড়ায় না। দাবিগুলি যাতে দ্রুত সম্পূর্ণ হয় নাগরিক মঞ্চের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ারের নিকট আবেদন রাখা হয়েছে।