Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন*********************       সভ্যতা তুমি
    ধ্রুবজ্যোতি ঘোষ
    ২২ জৈষ্ঠ, ১৪৩০        ৬.৬.২০২৩*********************তোমার কাছে চেয়েছিলামএকটা পর্ণকুটির, নিকোনো উঠোন, কচি লাউডগার মতোআটপৌরে আল্হাদ;
তুমি দিয়েছ আমায় …

 


সৃষ্টি সাহিত্য যাপন

*********************

       সভ্যতা তুমি


    ধ্রুবজ্যোতি ঘোষ


    ২২ জৈষ্ঠ, ১৪৩০

        ৬.৬.২০২৩

*********************

তোমার কাছে চেয়েছিলাম

একটা পর্ণকুটির, নিকোনো উঠোন, 

কচি লাউডগার মতো

আটপৌরে আল্হাদ;


তুমি দিয়েছ আমায় 

সবুজ রক্তমাখা কংক্রিটের দেশলাই বাক্স

সারি সারি! 


তোমার কাছে চেয়েছিলাম

আঁজলাভরা আকাশ, 

সীসের বিষে না মেশা বাতাস;


তুমি দিয়েছ আমায় ভালবেসে

বন্ধ্যা চাঁদের বুকে যাপনের মহার্ঘ অবকাশ! 


তোমার কাছে চেয়েছিলাম দু মুঠো চাল, 

অ-সার খাবলাখানেক ডাল, 

ফর্ম্যালিন বিহীন মাছ;


তুমি দিলে আমার দু হাত ভরে

তরতাজা বুলেট কাঁড়ি কাঁড়ি;

রিডিং রুমে দেখেছি আমি

অ্যালসেশিয়ান মিসাইল সারি সারি। 


তোমার কাছে চেয়েছিলাম গাছের মতো, 

কিংবা ঘাসের মতো একটি সরল জীবন, 


তুমি দিলে আমায় মিডাস-অভিশাপ: 

ভালবাসাকে ছুঁয়ে করেছি নিরেট সোনা! 


যতবারই আমি বলেছি তোমায়:

এই বৃক্ষ, লতা, পাতা, নদী, পাহাড়... 

কেউই নয় কেবল তোমারই একার;

দেখ, পৃথিবীর চোখে জল! 


ততবারই ছুঁয়েছে তোমার ঠোঁট স্ফটিক গরলে, 

দেখেছি তোমার চোখের তারায় 

অতি নির্বোধ হারাকিরি! 


তাই তো তোমার পিঠ ঠেকে গেছে দেয়ালে, 

অকস্মাৎ মেঘনাদ যেন 

থেকে মেঘের আড়ালে

ছেয়ে দেয় মারণ বাণে বাণে... 

তুমি অসহায়, 

গুণে যাও শুধু মানুষের লাশ! 


তোমার চোখে আজ শতাব্দীর বিষাদ! 

তুমি আজ নপুংসক লক্ষ্মণ নিষাদ;

তোমার কাছে নেই তো কোনো অলৌকিক ঢাল!