Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটায় পঞ্চায়েত নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত জেলা পরিষদের বিজেপি প্রার্থী আনন্দময় অধিকারী

হলদিয়া: পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়ে বেধড়ক মার খেলেন জেলা পরিষদের প্রার্থী আনন্দময় অধিকারী,মণ্ডল সভাপতি সহ একাধিক দলীয় কর্মী।বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়ার সুতাহাটা ব্লকের জয়নগর গ্ৰাম পঞ্চায়েত এলাকায় দক্ষিণ বানেশ্বরচক গ…



হলদিয়া: পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়ে বেধড়ক মার খেলেন জেলা পরিষদের প্রার্থী আনন্দময় অধিকারী,মণ্ডল সভাপতি সহ একাধিক দলীয় কর্মী।

বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়ার সুতাহাটা ব্লকের জয়নগর গ্ৰাম পঞ্চায়েত এলাকায় দক্ষিণ বানেশ্বরচক গ্ৰামে একটি নির্বাচনী প্রচার করেছিলেন জেলা পরিষদের বিজেপি প্রার্থী আনন্দময় অধিকারী,মণ্ডল সভাপতি প্রদীপ সাহু সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী। একটি চা দোকানে সবাই মিলে বসে ছিলেন, সেই সময়

হঠাৎ করেই একদল তৃণমূল কর্মী তাদের ওপর চড়াও হয়।ভোটের প্রচার করতে বাধা দেন। তারপরেই বেধড়ক মারধর করেন।জেলা পরিষদের প্রার্থী বাম হাতে চোট পেয়েছেন। এছাড়াও একাধিক কর্মী আহত হয়েছেন।


এই ঘটনার পরেই শুক্রবার সকালে আহত প্রার্থীর বাড়িতে যান বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা।

ইতিমধ্যে আহত প্রার্থী স্থানীয় দুর্গাচক থানার অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশন কেও অভিযোগ জানিয়েছেন।

ভোটের আগে পুনরায় এলাকায় ২০১৮ সালের মতো সন্ত্রাস শুরু করেছে তৃণমূল কর্মীরা।যা নিয়ে হলদিয়ার মহাকুমাশাসক কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে দলের তরফে। সমস্ত বিষয়টি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে জানানো হয়েছে।