সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : এইখানেই অসুখ কলমে : শক্তিপদ ঘোষতারিখ : ১৪ , ০৬ , ২০২৩
চেয়েছিলে , তুমি আমাকে অনেক দেবে সুখ ,চাওয়ায় চাওয়ায় মিল হল না এইখানেই অসুখ ;চেয়েছিলে , দগ্ধ দুপুরে মেঘ হবে পোড়া আকাশে ,তুমি ছায়…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা : এইখানেই অসুখ
কলমে : শক্তিপদ ঘোষ
তারিখ : ১৪ , ০৬ , ২০২৩
চেয়েছিলে , তুমি আমাকে অনেক দেবে সুখ ,
চাওয়ায় চাওয়ায় মিল হল না এইখানেই অসুখ ;
চেয়েছিলে , দগ্ধ দুপুরে মেঘ হবে পোড়া আকাশে ,
তুমি ছায়া দেবে , বৃষ্টি দেবে , জুড়াবে দেহ বাতাসে ।
আমি ছায়া চাই না , বৃষ্টি চাই না , পুড়তে ভালবাসি ,
এ আগলভাঙা মনে বসত করে ঘরভোলা উদাসী ;
চেয়েছিলে ঘর-দোর , তুলসীতলা , গোলা-বাঁধা উঠন
ভরা পুকুর , ভরা গোল , একটা দীপ-জ্বলা গৃহকোণ।
আমি স্বভাব-দোষেই উড়নচণ্ডী মন বসে না তাতে ,
মনের মরুতে ঝড় , যেমন ঝড় ওঠে বৈশাখে ;
ঝড়েই ভাঙে মেঘের বসত, ঝড়েতেই মেঘ হাওয়া ,
ঝড়ের পাখি আমি , আমার ঝড়-সুখেই ঝড় চাওয়া ।
এ মনের বনে আগ , সতত পুড়ছে ঝাউয়ের বন ,
আমি রাত্রি-জাগা পাখি , দীপ-নেভা নিশ্চুপ গৃহকোণ ;
আমার উঠন পোড়ে চৈতী রোদে , উঠনখানা ফাঁকা ,
আমি আনমনে আঁক কাটি , আঁক কেবলই আঁকাবাঁকা ।
আমি একলা মাঝি তরী বাই ভরা শ্রাবণ-হাঁকা গাঙে ,
একলা মনে গান গেয়ে যাই শব-জ্বলা শ্মশানে ;
তুমি ভেবেছিলে দেবে আমায় সুখের সাথে শান্তি ,
আমার সবই এলোমেলো , আমি মূর্তিমান বিভ্রান্তি ।
বেদুইন আমি , ঘর খুঁজিনি , এমনই যাযাবর ,
ভুলেও তুমি ভুল করোনি , মিথ্যে করোনি নির্ভর ;
নদী একটা বইতে বইতে শেষে পথ হারাল নীরবে ,
সাগরও আর ডাকল না তাকে তার ঢেউয়ের বৈভবে ।
--------------------------------------------------------------------