পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য রাজনীতি সরগরম এই মুহূর্তে। নির্বাচন আসে নির্বাচন যায়। উন্নতর সমাজ গড়তে যেমন সংসদীয় রাজনীতি দরকার তেমনি বাল্যবিবাহ, নারী পাচার রুখতে সমাজের সর্বস্তরের মানুষকে অতি অবশ্যই এগিয়ে আসতে হবে। তবেই তো স…
পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য রাজনীতি সরগরম এই মুহূর্তে। নির্বাচন আসে নির্বাচন যায়। উন্নতর সমাজ গড়তে যেমন সংসদীয় রাজনীতি দরকার তেমনি বাল্যবিবাহ, নারী পাচার রুখতে সমাজের সর্বস্তরের মানুষকে অতি অবশ্যই এগিয়ে আসতে হবে। তবেই তো সুন্দর সমাজ গড়ে উঠবে। পঞ্চায়েত নির্বাচন যখন দোরগোড়ায় সেই সময় পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে রাজ্যে আইনি পরিষেবা কর্তৃপক্ষের কর্তা ব্যক্তিরা মানুষকে সচেতন করতে আরও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করলেন।
স্বাধীনতা আন্দোলন হোক বা শিক্ষায়, এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। সতীশ সামন্ত, সুশীল ধাঁড়া,মাতঙ্গিনী হাজরার মতো বহু স্বাধীনতা সংগ্রামীদের অবদান অনস্বীকার্য। আবার মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক টানা কয়েক বছর পাশের হারের নিরিখে প্রথম স্থান অর্জন করে চলেছে। সেই পূর্ব মেদিনীপুরে বাল্যবিবাহে প্রথম স্থানে রয়েছে এমনটাই জানালেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী। জেলায় বাল্যবিবাহ প্রতিরোধ করতে বিশেষ উদ্যোগ গ্রহন করার আহ্বান জানান জেলাশাসক। শনিবার জেলাশাকের দপ্তরে আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে জেলাশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার ডিস্ট্রিক্ট জজ সু্যশা মুখার্জি, জেলা আইনী সহায়তা কেন্দ্রের আধিকারিক সমরেশ বেরা সহ অন্যান্যরা।
এদিনের বৈঠক থেকে উঠে আসে জেলা থেকে বাল্যবিবাহ নির্মূল করার জন্য যা যা আইনী ব্যবস্থা আছে তা করা হবে। পুলিশ প্রশাসন যাতে বিষয়টি বিশেষভাবে নজর দেয় সেদিকে জোর দেওয়া হয়েছে। আগামীদিনে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ প্রচার অভিযান চালানো হবে বলে প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন।।