Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন মা মাটির পরশ সেখ লিয়াকত
মাটির বুকে জন্ম মোদের মাটি নিয়ে খেলা,মাটি হবে শেষ ঠিকানা আসলে বিদায় বেলা ।
মায়ের আগে মাটি প্রথম নেয় যে কোলে তুলে,তারপরে গো মাকে দেখে শিশু নয়ন খুলে ।
মাটি মায়ের আঁচল সদাফুলে ফলে ঢাকা,ম…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

মা মাটির পরশ 

সেখ লিয়াকত


মাটির বুকে জন্ম মোদের 

মাটি নিয়ে খেলা,

মাটি হবে শেষ ঠিকানা 

আসলে বিদায় বেলা ।


মায়ের আগে মাটি প্রথম 

নেয় যে কোলে তুলে,

তারপরে গো মাকে দেখে 

শিশু নয়ন খুলে ।


মাটি মায়ের আঁচল সদা

ফুলে ফলে ঢাকা,

মাটি বিনে যায় না কভু 

সুখের ছবি আঁকা ।


বয়স হলে আসবে  জরা

পড়বে শরীর  নুয়ে,

রবকে তখন ডাকবো আমি 

মাটির বুকে শুয়ে  ।


মাটির দেহ মাটি হবে 

নেই যে ব্যথা মনে,

স্নেহের বাঁধন থাকবে জুড়ে 

মাটি মায়ের সনে ।